একই পরিবারের ৯ সদস্যের আত্মহত্যাঃ অভিশপ্ত "চক্র"

একই পরিবারের ৯ সদস্যের আত্মহত্যা। অবিশ্বাস্য হলেও সত্যি। ঘটনাটি ময়মনসিংহের।

একই পরিবারের ৯ সদস্যের আত্মহত্যাঃ অভিশপ্ত "চক্র"
চক্রে অভিনীত তাসনিয়া ফারিন ও তৌসিফ মাহবুব

একই পরিবারের ৯ সদস্যের আত্মহত্যা। অবিশ্বাস্য হলেও সত্যি। ঘটনাটি ময়মনসিংহের। এমন অভিশপ্ত গল্প নিয়েই আগামী ১০ অক্টোবর, ২০২৪ তারিখ মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ নির্মিত "চক্র"। মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম 'আইস্ক্রিন'-এ। আড়াই বছর আগে এর শুটিং শুরু হলেও বিভিন্ন বাঁকচক্রে শুটিং শেষ হয় এ বছরের শুরুতে। 

প্রথমদিকে চ্যানেল আই এ  প্রচারের জন্য "চক্র" নির্মিত হলেও ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজটি সবাইকে দেখাতে সর্বজন পরিচিত ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে প্রচার করার চিন্তা করা হয়। গল্পটির বীজ বপন ৩ বছর আগে শুরু হলেও ওয়েব সিরিজটির মতই বিভিন্ন রহস্যময় ও ব্যাখ্যাতীত কারনে বার বার কাজ ও শুটিং বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ পথে প্রোডাকশনের অনেকে পৃথিবীর মায়া ত্যাগ করে।

সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, তৌসিফ মাহবুব, শাহেদ আলী সুজন ও একে আজাদ সেতু। প্রাথমিকভাবে সিরিজটির দৈর্ঘ্য ১০ পর্ব রাখার চিন্তা থাকলেও ২-১ পর্ব কমতেও পারে।