A-PAD এর নোয়াখালী বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ
এশিয়া প্যাসিফিক এ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (A-PAD) এর নোয়াখালী বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং এশিয়া প্যাসিফিক এ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (A-PAD) এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চৌমুহনী নিরাপদ বন্ধু সংঘ এর সার্বিক সহযোগিতায় ও হলি কেয়ার হসপিটালের ডাক্তার রাকিবের নির্দেশনায় কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) ) এর কর্মকর্তা মোঃ সেলিম এর তত্ত্বাবধানে উক্ত মেডিকেল ক্যাম্পে রোগী দেখে সেবা প্রদান করেন ডাঃ শান্তনু বনিক ও ডাঃ সঞ্চারী চন্দ্র। মেডিকেল ক্যাম্পে সকল রোগীকে ওষুধ সরবরাহ করা হয়।
এই সময় (CIS) এর কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহে আলম মির্জা সহকারী শিক্ষক রতন মিশ্র ভৌমিক, স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ,, গনিপুর ৫নং ওয়ার্ডের যুবসমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এ সময় উপস্থিত ছিলেন। সি আই এস এর তত্ত্বাবধানে ১৫০ জন বন্যা দুর্গতদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।