পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
পাবনা জেলার বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক, এবং সমাজ সংগঠক ডাঃ আব্দুল হালিম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হবে ৩১ ডিসেম্বর ২০২৪। কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার ১৯৫৮ সালের ১২ নভেম্বর পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ফলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
শৈশব ও সাহিত্য জীবন
শৈশবে বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি প্রথম "আজব ফুল" নামে একটি কবিতা লিখে সাহিত্যাঙ্গনে নিজের পরিচিতি লাভ করেন। মেধাবী ও পরিশ্রমী ডাঃ হালিম জীবনের অভিজ্ঞতা ও বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরে অসংখ্য কবিতা, গল্প, ছড়া, এবং গীতিকথা রচনা করেছেন। তার লেখা "স্মৃতির পাতা" ও "স্মৃতির পাতা-২" নামক একক কাব্যগ্রন্থ দুটি সাহিত্যপ্রেমীদের কাছে সমাদৃত।
সংগঠক ও প্রতিষ্ঠাতা
ডাঃ আব্দুল হালিম মাস্টার ছিলেন একাধিক শিক্ষা, ধর্মীয়, এবং দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোক্তা। তিনি হিড়িন্দা হালিমপুর হাট বাজার, হিড়িন্দা দাখিল মাদ্রাসা, হিড়িন্দা বাজার জামে মসজিদ, কচুগাড়ী বায়তুন নূর জামে মসজিদ এবং হিড়িন্দা ঈদগাহ ময়দান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সামাজিক ও সাহিত্যিক সংগঠন
তিনি ছিলেন "মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরি", "বাংলাদেশ কবিতা সংসদ", "সাহিত্য পত্রিকা ঝংকার ও সজন"-এর প্রধান সম্পাদক। তিনি "কবি সংসদ বাংলাদেশ", "উত্তরণ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ", এবং "চলনবিল সাহিত্য কুটির"-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন।
পেশাগত জীবন
ডাঃ আব্দুল হালিম মাস্টার একজন প্রশিক্ষিত শিক্ষক এবং পল্লী চিকিৎসক হিসেবে মানবসেবায় নিজেকে উৎসর্গ করেন। তিনি হিড়িন্দা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
পরিবার ও উত্তরাধিকার
তিনি দুই পুত্র এবং তিন কন্যার জনক। তার বড় পুত্র এস এম মনিরুজ্জামান আকাশ পাবনার একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক। পরিবারের অন্যান্য সদস্যরাও সাহিত্যচর্চায় সক্রিয়।
প্রয়াণ
২০২২ সালের ৩১ ডিসেম্বর পাবনায় এক সাহিত্য সম্মেলনে যোগদানকালে তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে "কবি ডাঃ আব্দুল হালিম স্মৃতি সাহিত্য সংসদ" বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।
কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আমরা বিনম্র শ্রদ্ধা জানাই।