নওগাঁর গৌবিন্দপুরে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার গোবিন্দপুর এলাকায় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২৮টি ঘোড়া অংশগ্রহণ করে এবং উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেয়।

নওগাঁর গৌবিন্দপুরে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা

নওগাঁর গৌবিন্দপুরে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার গোবিন্দপুর এলাকায় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২৮টি ঘোড়া অংশগ্রহণ করে এবং উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেয়।

আয়োজনে উপস্থিত ছিলেন:

  • ৭নং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল (সভাপতি)
  • কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন (প্রধান অতিথি)
  • মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে (বিশেষ অতিথি)
  • সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু
  • মান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু
  • বিএনপি নেতা বেলাল হোসেন খান প্রমুখ।

এছাড়া, উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক দেওয়ান আনিছুর রহমান, ব্র্যাক, বগুড়ার ডিভিশনাল ম্যানেজার শহিদুল ইসলাম দুলাল, মান্দা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহীনূর ইসলাম শাহীন, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন, ধারাভাষ্যকার হারুন, এবং গাছ ব্যবসায়ী আশরাফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে, প্রতিযোগিতায় বিজয়ী ঘোড়া মালিকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এই অনুষ্ঠানে এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল।

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি