পাবনায় ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবনের দাবিতে মানববন্ধন

পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ মে ২০২৫ সকাল ৯:৩০ মিনিটে পাবনা শহরের আঞ্জুমান মুফিদুল ইসলাম কমপ্লেক্স ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ইছামতি নদী উদ্ধার আন্দোলন।

পাবনায় ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবনের দাবিতে মানববন্ধন

পাবনায় ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবনের দাবিতে মানববন্ধন

পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ মে ২০২৫ সকাল ৯:৩০ মিনিটে পাবনা শহরের আঞ্জুমান মুফিদুল ইসলাম কমপ্লেক্স ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ইছামতি নদী উদ্ধার আন্দোলন

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি ও দৈনিক সিনসারের সম্পাদক ও প্রকাশক এস এম মাহবুব আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা জেলা বিএনপি।

আন্দোলনের দাবির পক্ষে বক্তব্য রাখেন:

  • রোটারিয়ান মোঃ জালাল উদ্দীন (উপদেষ্টা, পাবনা সাংবাদিক ফোরাম)

  • আলমগীর কবীর হৃদয় (প্রতিষ্ঠাতা সভাপতি, উত্তরণ পাবনা ও বার্তা সম্পাদক, সাপ্তাহিক বাঁশপত্র)

  • ড. মনসুর আলম (সভাপতি, সাহিত্য ও বিতর্ক ক্লাব ও নদী গবেষক)

  • মোঃ হাসান আলী (সিনিয়র সাংবাদিক)

  • আসমা আক্তার খুকী (সভাপতি, পাবনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)

  • নীলিমা নীল (সাহিত্য সম্পাদক, উত্তরণ পাবনা)

  • সৈয়দা সোনিয়া খাতুন (সহ-সাহিত্য সম্পাদক)

  • মিম ফয়সাল (প্রচার সম্পাদক)

  • মোঃ জহুরুল ইসলাম (নাট্যাভিনেতা)

  • কৃষিবিদ জাফর সাদিক (দোতলা কৃষির উদ্ভাবক)

  • শফিক আল কামাল (স্টাফ রিপোর্টার, এশিয়ান টিভি)

  • রিজভী জয় (স্টাফ রিপোর্টার, এটিএন নিউজ)

  • মোঃ আব্দুল মোমিন (সাংবাদিক)

  • খালেদ আহমেদ (চেয়ারম্যান, সিএনএফ টিভি)

  • বিপুল আহমেদ (ঠিকাদার)

  • আর কে আকাশ (সাংবাদিক)

  • জুবায়ের খান প্রিন্স (সভাপতি, তারুণ্যের অগ্রযাত্রা ও সাংবাদিক)

  • শিশির ইসলাম (সাধারণ সম্পাদক, পাঠশালা ও সাংবাদিক)

  • সাঈদুল ইসলাম (সাংবাদিক ও শিক্ষক)

মানববন্ধনে বক্তারা ইছামতি নদীর দখল-দূষণমুক্ত করে দ্রুত পুনরুজ্জীবনের জোর দাবি জানান এবং সরকারের প্রতি হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের আহ্বান জানান।

(এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি)