বগুড়ায় বিএনপি নেতা আবু আছাদের প্রতারণার অভিযোগ ও শাস্তির দাবিতে মানববন্ধন

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল দড়িপাড়া গ্রামের বিএনপি নেতা আবু আছাদের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, ও মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছে।

বগুড়ায় বিএনপি নেতা আবু আছাদের প্রতারণার অভিযোগ ও শাস্তির দাবিতে মানববন্ধন

বগুড়ায় বিএনপি নেতা আবু আছাদের প্রতারণার অভিযোগ ও শাস্তির দাবিতে মানববন্ধন

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল দড়িপাড়া গ্রামের বিএনপি নেতা আবু আছাদের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, ও মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছে।

 মানববন্ধন ও প্রতিবাদ সভা:

মানববন্ধনে অংশগ্রহণ করেন:
পীরগাছা, সোনারায়, কাগইল ও রামেশ্বরপুর এলাকার সাধারণ মানুষ
স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজসেবীরা

 আবু আছাদের বিরুদ্ধে অভিযোগসমূহ:

চাঁদাবাজি ও প্রতারণা - স্বপন মণ্ডল নামে এক ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা দাবি ও জোরপূর্বক ৫০,০০০ টাকা নেওয়া।
মিথ্যা মামলা ও হয়রানি - স্বপন মন্ডল ও অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মামলা দায়ের।
শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি - দড়িপাড়া জাহের উদ্দিন আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সভাপতির পদ নিয়ে জোরপূর্বক নিয়ন্ত্রণের চেষ্টা ও চাঁদা দাবি।
অপহরণ ও অর্থ আত্মসাৎ - শহিদুল ইসলামের টাকা আত্মসাতের চক্রান্ত ও অপহরণ।

 মানববন্ধনে বক্তাদের বক্তব্য:

আবু আছাদ বিএনপির নাম ভাঙিয়ে প্রতারণা করে
তার কারণে এলাকাবাসী অতিষ্ঠ
দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

 মূল বক্তারা ছিলেন:

স্বপন মন্ডল
প্রত্যয়, রাসেল আহমেদ, সাফি আহম্মেদ
হাকিম, সাহদত, রাজু, রায়হান, সাজু মিয়া

গাবতলী, বগুড়া
প্রতিবেদন: মোঃ কামরুজ্জামান সম্পদ