কয়রাবাসীর আরেকটি স্বপ্ন পূরণ: খুলনা-দিঘির পাড় রুটে গেটলক গাড়ি চালু

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুলনা থেকে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় পর্যন্ত গেটলক গাড়ি চালু হচ্ছে ৪ মে ২০২৫ থেকে। খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সুখবর জানানো হয়েছে। খুলনা-পাইকগাছা-কয়রা সড়কে পরিচালিত এই গেটলক গাড়ি এখন থেকে সরাসরি কয়রা পর্যন্ত চলবে।

কয়রাবাসীর আরেকটি স্বপ্ন পূরণ: খুলনা-দিঘির পাড় রুটে গেটলক গাড়ি চালু

কয়রাবাসীর আরেকটি স্বপ্ন পূরণ: খুলনা-দিঘির পাড় রুটে গেটলক গাড়ি চালু

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুলনা থেকে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় পর্যন্ত গেটলক গাড়ি চালু হচ্ছে ৪ মে ২০২৫ থেকে। খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সুখবর জানানো হয়েছে। খুলনা-পাইকগাছা-কয়রা সড়কে পরিচালিত এই গেটলক গাড়ি এখন থেকে সরাসরি কয়রা পর্যন্ত চলবে।

জানা গেছে, কয়রার মানুষের দীর্ঘদিনের দাবি ও কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিনের উদ্যোগে এই নতুন রুট চালু করা হয়েছে। আগে খুলনা থেকে পাইকগাছা পর্যন্ত গেটলক গাড়ি চলাচল করলেও এখন সেটি কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় পর্যন্ত চলবে।

গুরুত্বপূর্ণ সময়সূচি:

  • পাইকগাছা কাউন্টার থেকে সকাল ৭:০২ মিনিটে গেটলক গাড়ি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

  • খুলনা থেকে বিকেল ৫:০৫ মিনিটের গেটলক গাড়িটি পাইকগাছা কাউন্টারে ৭:০৫ মিনিটে পৌঁছাবে এবং ৭:৩০ মিনিটে পাইকগাছা কাউন্টার ত্যাগ করবে।

  • কর্তৃপক্ষকে লটারির মাধ্যমে ৭:৩০ মিনিটের গেটলক ট্রিপ নির্ধারণ করতে বলা হয়েছে।

গাড়িটি কয়রা সদর হয়ে বাধ্যতামূলকভাবে উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় পর্যন্ত চলবে।

এইচ এম শাহাবুদ্দিন বলেন, “খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে খুলনা-দিঘির পাড় পর্যন্ত গেটলক গাড়ি চালুর ব্যবস্থা করা হয়েছে। এতে কয়রা সদর, উত্তর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নসহ পার্শবর্তী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মানুষের যাতায়াতের সুযোগ সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।”

শেখ জাহাঙ্গীর কবির টুলু, বিশেষ প্রতিনিধি, খুলনা