কয়রায় অবৈধ দখল থেকে ১০ বছর পর মৎস্য ঘের ফিরে পেলেন শফিকুল

খুলনার কয়রা উপজেলায় দীর্ঘ ১০ বছর পর নিজের মৎস্য ঘের ফিরে পেলেন শফিকুল ইসলাম।

কয়রায় অবৈধ দখল থেকে ১০ বছর পর মৎস্য ঘের ফিরে পেলেন শফিকুল

কয়রায় অবৈধ দখল থেকে ১০ বছর পর মৎস্য ঘের

 ফিরে পেলেন শফিকুল

খুলনার কয়রা উপজেলায় দীর্ঘ ১০ বছর পর নিজের মৎস্য ঘের ফিরে পেলেন শফিকুল ইসলাম।

 কী ঘটেছিল?

জানা গেছে, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোড়লের ছেলে শফিকুল ইসলাম তার জমিতে লিখিত এওয়াজ মুলে বিগত ১০ বছর ধরে মৎস্য ঘের পরিচালনা করতেন।

একই গ্রামের সুবোধ চন্দ্র সানার ছেলে প্রকাশ চন্দ্র সানা ওই জমিতে দীর্ঘদিন এওয়াজ মুলে ঘের পরিচালনা করলেও, ২০১৫ সালে তিনি ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ ও যুবলীগের কিছু ক্যাডারদের সহায়তায় শফিকুল ইসলামের মৎস্য ঘের দখল করে নেন

 আইনশৃঙ্খলা পরিস্থিতি ও থানার সিদ্ধান্ত

বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষার্থে থানায় উভয় পক্ষকে নিয়ে সালিশ হয়। সিদ্ধান্ত হয় যে, যার জমি, তার ভোগদখলের অধিকার থাকবে।

 উভয় পক্ষের বক্তব্য

প্রকাশ চন্দ্র সানা বলেন—

"এওয়াজ মুলে ঘের পরিচালনার বিষয়টি সত্য, তবে দাগ ও খতিয়ান আলাদা ছিল।"

শফিকুল ইসলাম বলেন—

"আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার মৎস্য ঘেরের মাছসহ স্থানীয় প্রকাশ চন্দ্র ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের নিয়ে দখল করে নেয়। তবে আল্লাহর অশেষ রহমতে আমি আমার ঘের ফিরে পেয়েছি।"

 ন্যায়বিচার ও সঠিক ব্যবস্থাপনার আহ্বান

স্থানীয়রা মনে করেন, এ ধরনের জমি দখলের ঘটনা বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। মৎস্য সম্পদ রক্ষায় সঠিক আইন প্রয়োগভূমির ন্যায়বিচার নিশ্চিত করাই হবে এই সমস্যার স্থায়ী সমাধান।

শেখ জাহাঙ্গীর কবির টুলু | বিশেষ প্রতিনিধি, খুলনা