নওগাঁর মান্দায় নিভৃত পল্লীতে হয়ে গেল ১৩তম অনন্য বই মেলা

নওগাঁর মান্দায় গ্রামীণ পরিবেশে ব্যতিক্রমী এক উদ্যোগ হিসেবে ১৩তম অনন্য বই মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও মসিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগার’ এ মেলার আয়োজন করে।

নওগাঁর মান্দায় নিভৃত পল্লীতে হয়ে গেল ১৩তম অনন্য বই মেলা

নওগাঁর মান্দায় নিভৃত পল্লীতে হয়ে গেল ১৩তম অনন্য বই মেলা

নওগাঁর মান্দায় গ্রামীণ পরিবেশে ব্যতিক্রমী এক উদ্যোগ হিসেবে ১৩তম অনন্য বই মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও মসিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগার’ এ মেলার আয়োজন করে।

বইমেলার উদ্বোধন ও প্রধান অতিথি

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন কৃষ্টিবন্ধন বাংলাদেশ জাতীয় কমিটির সভাপতি ও যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংবাদ পাঠক, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী আজহারুল ইসলাম রনি

বিশেষ অতিথি ও আলোচকরা

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন –
???? কবি ও সাংবাদিক, নড়াইল অগ্নিবীণা সংসদের চেয়ারম্যান এইচএম সিরাজ
???? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন
???? মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি মোজাম্মেল হক
???? মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক

বইমেলার আয়োজন ও কার্যক্রম

???? মহান ভাষা শহীদদের স্মরণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে মেলা।
???? রাজশাহী ও স্থানীয় ৯টি প্রকাশনা সংস্থা বইয়ের স্টল নিয়ে অংশ নেয়।
???? মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
???? মান্দা, নিয়ামতপুর ও রাজশাহীর তানোর উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১,০০০+ শিক্ষার্থীর অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় বইমেলা প্রাঙ্গণ।
???? মেলার উদ্বোধনী পর্বে ‘আলোর মিছিল-২’ নামক একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
???? বিজয়ীদের পুরস্কার বিতরণ১৯ জন কৃতি শিক্ষার্থীকে ‘ইমাজ উদ্দিন মেমোরিয়াল শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়।

এ ধরনের ব্যতিক্রমী আয়োজন গ্রামীণ শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং জ্ঞানচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন অতিথিরা।

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি