উত্তরণ সাহিত্য আসরের উদ্যোগে সাহিত্যিক মোখলেস মুকুলের সাহিত্য আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাবনার অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনার আয়োজনে সাহিত্যিক মোখলেস মুকুলের "বঙ্গালী ভইলী" ও "বাইশ শ বাইশ" উপন্যাসের উপর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ বিকেল ৪টায় পাবনার ৫৬ নম্বর সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় উত্তরণ পাবনার কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

উত্তরণ সাহিত্য আসরের উদ্যোগে সাহিত্যিক মোখলেস মুকুলের সাহিত্য আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উত্তরণ সাহিত্য আসরের উদ্যোগে সাহিত্যিক মোখলেস মুকুলের সাহিত্য আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাবনার অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনার আয়োজনে সাহিত্যিক মোখলেস মুকুলের "বঙ্গালী ভইলী" ও "বাইশ শ বাইশ" উপন্যাসের উপর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ বিকেল ৪টায় পাবনার ৫৬ নম্বর সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় উত্তরণ পাবনার কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা ও সভাপতিত্ব

সঞ্চালক: উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি-গীতিকার, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়।
সভাপতি: কথাসাহিত্যিক ডা. মোখলেস মুকুল।

প্রধান অতিথি

কথাসাহিত্যিক আব্দুল মান্নান সরকার (পাথার-এর লেখক)।

বিশিষ্ট আলোচকবৃন্দ

প্রফেসর আব্দুদ দাইন সরকার (উত্তরণ পাবনার উপদেষ্টা ও শিক্ষাবিদ)।
কবি এম আব্দুল হালীম বাচ্চু।
চলচ্চিত্রকার, কবি ও ছড়াকার দেওয়ান বাদল।
কবি আদ্যনাথ ঘোষ।
শিক্ষাবিদ প্রফেসর জামাল উদ্দীন।
কবি ইদরিস আলী মধু।

উত্তরণ পাবনার অন্যান্য বিশিষ্ট সদস্য ও অতিথিরা

মোঃ রুদ্র বিশ্বাস (যুগ্ম সম্পাদক)।
মাসুদ হাসান রনি (সহ-সভাপতি, প্রাবন্ধিক)।
রাফিদ আহমেদ (সাংগঠনিক সম্পাদক)।
নীলিমা নীল (সাহিত্য সম্পাদক)।
মরিয়ম বেলারুশী (অর্থ সম্পাদক, কবি ও গীতিকার)।
হুমায়ুন কবীর (সাংবাদিক ও কবি, সদস্য)।
আসমা আক্তার খুকী (মহিলা সম্পাদক)।
মোঃ রিপন হোসেন (দীপালয় সম্পাদক)।
কবি পলাশ আব্দুল্লাহ (সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য)।
মিম ফয়সাল (প্রচার সম্পাদক, কবি)।
সিরাজ মাহমুদ (সদস্য)।
শফিক আল কামাল (সাংবাদিক, কবি ও সংগঠক)।
সাইফুল কামাল (কবি ও বাচিকশিল্পী)।

বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্য ব্যক্তিত্বদের উপস্থিতি

প্রফেসর হাসানুজ্জামান (নোঙ্গর সভাপতি)।
খন্দকার মাহবুবুল হক দুদু (সাংবাদিক)।
কাজী মাহবুব মোর্শেদ বাবলা (উপদেষ্টা, দৈনিক বিবৃতি)।
এস এম মাহবুব আলম (সম্পাদক, দৈনিক সিনসার)।
মোবারক হোসেন (সম্পাদক, সাপ্তাহিক বাঁশপত্র)।
জুলফিকার কবিরাজ (কবি)।
মোহাম্মদ বেলাল হোসেন।
অধ্যাপক আশরাফ রিপন (সরকারি শহীদ বুলবুল কলেজ, ইংরেজি বিভাগ)।
ড. মনসুর আলম (কবি ও গবেষক, ওয়ান মিনিট টিভির প্রতিষ্ঠাতা)।
এটিএম ফজলুল করিম।
উদাশ আব্দুল্লাহ।
মিসেস মান্নান সরকার।
নুরুল ইসলাম বাবুল (শিশুসাহিত্যিক)।
মোছাঃ শাপলা খাতুন।

আলোচনার মূল বিষয়বস্তু

মোখলেস মুকুলের "বঙ্গালী ভইলী" ও "বাইশ শ বাইশ" উপন্যাস নিয়ে বিশদ আলোচনা।
বাংলা সাহিত্য ও সংস্কৃতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা।
সাহিত্যচর্চার গুরুত্ব ও সমাজে এর প্রভাব।

সভার উপসংহার

সভায় বক্তারা বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করতে নিয়মিত সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা সাহিত্যিক মোখলেস মুকুলের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সাহিত্যসভা আরও বেশি আয়োজনের আহ্বান জানান।

শেষে, উপস্থিত সকলের জন্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা প্রতিনিধি: এস এম মনিরুজ্জামান আকাশ