সাতক্ষীরার তালায় বিনা চাষে সরিষা চাষে কৃষকের সাফল্য

সাতক্ষীরার তালা উপজেলার বড়দল ইউনিয়নে বিনা চাষে সরিষা আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। এ পদ্ধতিতে এক ফসলি ধানি জমি থেকে বাড়তি সরিষা উৎপাদন করে কৃষকেরা যেমন লাভবান হচ্ছেন, তেমনই দেশের ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানোর সম্ভাবনাও বাড়ছে।

সাতক্ষীরার তালায় বিনা চাষে সরিষা চাষে কৃষকের সাফল্য

সাতক্ষীরার তালায় বিনা চাষে সরিষা চাষে কৃষকের সাফল্য

সাতক্ষীরার তালা উপজেলার বড়দল ইউনিয়নে বিনা চাষে সরিষা আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। এ পদ্ধতিতে এক ফসলি ধানি জমি থেকে বাড়তি সরিষা উৎপাদন করে কৃষকেরা যেমন লাভবান হচ্ছেন, তেমনই দেশের ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানোর সম্ভাবনাও বাড়ছে।

বিনা চাষে সরিষা আবাদ পদ্ধতি

স্থানীয় কৃষকদের মতে, আমন ধান কাটার ৫-১০ দিন আগেই জমিতে সরিষার বীজ ছিটিয়ে দেওয়া হয়। ধান কেটে নেওয়ার পর সরিষা গাছ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। এ পদ্ধতিতে জমি চাষের প্রয়োজন নেই, ফলে উৎপাদন খরচও অনেক কম।
কৃষক সাইফুল জানান,
"জমি চাষ করতে না হওয়ায় বিঘাপ্রতি প্রায় হাজার টাকা চাষ খরচ বেঁচে যাচ্ছে। প্রতি বিঘায় সরিষা উৎপাদন খরচ মাত্র ১১ শত টাকা, যেখানে ৩ থেকে ৪ মণ সরিষা উৎপাদিত হয়, যার বাজার মূল্য ৮ থেকে ১০ হাজার টাকা।"

জমি ব্যবহারের কার্যকারিতা

তালা উপজেলার মাগুরা, ইসলামকাটি, খলিশখালী এবং তালা ইউনিয়নে বিনা চাষে সরিষা আবাদে সবচেয়ে বেশি জমি ব্যবহার করা হয়েছে।
উপজেলার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রায় ২৯২০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এর মধ্যে ১৭৬৩ হেক্টর জমিতে এই পদ্ধতিতে সরিষা চাষ হয়েছে, যা ধানি জমিকে দৃষ্টিনন্দন হলুদ সরিষা ফুলে ঢেকে দিয়েছে।

কৃষকদের অভিজ্ঞতা

কৃষক মনিরুল ইসলাম বলেন,
"আমন ধান কাটার পর জমি চাষযোগ্য করতে সময় লাগে। তবে বিনা চাষে সরিষা আবাদ করায় সময় বেঁচে যাচ্ছে এবং ঘেরে পানি তোলার কাজেও কোনো দেরি হচ্ছে না।"

কৃষি বিভাগের উদ্যোগ

বড়দল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হায়দার আলী জানান,
"আগে আমন ধান কাটার পর জমিগুলো অনাবাদি পড়ে থাকত। এখন বিনা চাষে সরিষা চাষ সেই জমিগুলোকে উৎপাদনশীল করছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

ভবিষ্যৎ সম্ভাবনা

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান একযোগে কাজ করলে পরবর্তী বছরে সরিষা আবাদ আরও বাড়বে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা।

মো: দেলোয়ার হোসেন, সাতক্ষীরা