বৃষ্টিতে প্রাণ ফিরে পেল বোরো ধান, স্বস্তিতে জগন্নাথপুরের কৃষকরা
সুনামগঞ্জের জগন্নাথপুরে সম্প্রতি হওয়া বৃষ্টিপাতে প্রায় ২০,৪০০ হেক্টর বোরো ধানের জমি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। চলতি মাসে তীব্র খরা ও পানির সংকটে ধানক্ষেত মরে যাওয়ার উপক্রম হয়েছিল, তবে আকস্মিক বৃষ্টিপাতে কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

বৃষ্টিতে প্রাণ ফিরে পেল বোরো ধান, স্বস্তিতে জগন্নাথপুরের কৃষকরা
সুনামগঞ্জের জগন্নাথপুরে সম্প্রতি হওয়া বৃষ্টিপাতে প্রায় ২০,৪০০ হেক্টর বোরো ধানের জমি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। চলতি মাসে তীব্র খরা ও পানির সংকটে ধানক্ষেত মরে যাওয়ার উপক্রম হয়েছিল, তবে আকস্মিক বৃষ্টিপাতে কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
কৃষকদের প্রতিক্রিয়া
স্থানীয় বোরো চাষিরা জানান, "যদি এই সপ্তাহেও বৃষ্টি না হতো, তবে আমাদের ফসল একেবারে নষ্ট হয়ে যেত। এখন অন্তত সপ্তাহ খানেক ফসল বাঁচবে। তবে আরও কিছু বৃষ্টি হলে যেসব গাছে ধানের শীষ বের হয়নি, সেগুলোর জন্য ভালো হতো।"
কলকলিয়া ইউনিয়নের কৃষক বকুল আহমদ ও কাওছার মিয়া জানান, তারা সাত একর জমিতে বোরো ধান চাষ করেছেন, যার মধ্যে খরার কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বৃষ্টির ফলে ধানের জন্য উপকার হয়েছে।
কৃষি কর্মকর্তাদের মতামত
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ বলেন, "এই বৃষ্টি বোরো ধানসহ সবজির জন্যও খুবই উপকারী। খরার কারণে পানির সংকটে থাকা জমিগুলো এখন নতুন করে প্রাণ পেয়েছে।"
সরেজমিনে দেখা গেছে, কৃষকরা জমিতে বৃষ্টির পানি ধরে রাখতে বাঁধ দিচ্ছেন, যাতে ভবিষ্যতে পানির অভাব না হয়।