আত্মশুদ্ধির মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানালেন এটিএম মাসুম
সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা কর্মপরিষদ ও মজলিসে শূরা সদস্যদের জন্য দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

আত্মশুদ্ধির মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানালেন এটিএম মাসুম
সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা কর্মপরিষদ ও মজলিসে শূরা সদস্যদের জন্য দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানস্থল ও আয়োজকরা
স্থান: আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তন, সাতক্ষীরা
সভাপতিত্ব: জামায়াতের সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল
সঞ্চালনা: সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ
প্রধান অতিথি: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম
প্রধান অতিথির বক্তব্য
মাওলানা এটিএম মাসুম বলেন, "আত্মশুদ্ধির মাধ্যমে আমরা বৈষম্যহীন একটি দেশ গড়তে চাই, যেখানে কোনো দুর্নীতি, চাঁদাবাজি বা দুষ্কৃতকারীদের স্থান থাকবে না।"
তিনি আরও বলেন:
সমাজ থেকে মিথ্যা, লোভ, হিংসা ও দুর্নীতি দূর করতে হবে।
তাজকিয়া (আত্মশুদ্ধি) অর্জনের মাধ্যমে নৈতিকতা ও আদর্শিক উন্নয়ন ঘটবে।
সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকারে বসবাস করবে।
দেশাত্মবোধের মাধ্যমে উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে হবে।
তিনি সুরা আশ-শামসের ৯ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, “প্রকৃত তারাই সফল, যারা আত্মশুদ্ধি অর্জন করেছে।”
অন্যান্য অতিথিদের বক্তব্য
শিক্ষা শিবিরে আরও বক্তব্য রাখেন:
অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য)
মুহাদ্দিস আব্দুল খালেক (কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক)
মুহাদ্দিস রবিউল বাশার (সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর, কেন্দ্রীয় শুরা সদস্য)
সময়সূচি ও উপস্থিত ব্যক্তিরা
শুরু: সকাল ৮:০০ AM
শেষ: সন্ধ্যা ৬:০০ PM
বিশেষ উপস্থিতি:
✔️ শেখ নুরুল হুদা (জেলা নায়েবে আমীর)
✔️ ডা. মাহমুদুল হক (জেলা নায়েবে আমীর)
✔️ মাহবুবুল আলম (সহকারী সেক্রেটারি)
✔️ অধ্যাপক ওমর ফারুক
✔️ মাওলানা রুহুল আমিন (জেলা অফিস সেক্রেটারি)
✔️ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ