আদালতের নির্দেশে মায়ের কোলে ফিরল শিশু

ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে পাঁচ দিন পর চার মাস বয়সী শিশু রাকিবুলকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা নারগিস আক্তারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আদালতের নির্দেশে মায়ের কোলে ফিরল শিশু

আদালতের নির্দেশে মায়ের কোলে ফিরল শিশু

ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে পাঁচ দিন পর চার মাস বয়সী শিশু রাকিবুলকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা নারগিস আক্তারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনাপ্রবাহ

নারগিস আক্তারের অভিযোগ অনুযায়ী, যৌতুকের জন্য তাঁর স্বামী সজিব মিয়া এবং শাশুড়ি খুদেজা বেগম তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ কারণেই তাঁকে চার মাসের শিশুসন্তানসহ শ্বশুরবাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়।

নারগিস আক্তারের বক্তব্য:

“পাঁচ দিন ধরে আমার সন্তান মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত ছিল। এ কারণে শিশুর স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারত। তাই সন্তানের অধিকার ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছি।”

শিশুটির দাদা মাসুক মিয়া বলেন:

“আমার নাতি এই কয়দিন আমাদের কাছে ছিল। আমরা তার যত্ন ও আদরে কোনো কমতি রাখিনি।”

আইনি ব্যবস্থা

নারগিস আক্তার ব্রাহ্মণবাড়িয়া আদালতে আবেদন করেন। মামলার নং-৫৭/২৫ অনুযায়ী আদালত থেকে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয়। এরপর নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরে আলম এবং তাঁর সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে শিশুটিকে বাবার হেফাজত থেকে উদ্ধার করে।

পুলিশ ও প্রশাসনের বক্তব্য

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,

“শিশুটিকে উদ্ধার করে আদালতের নির্দেশে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।”

ঘটনার পটভূমি

  • ঘটনা তারিখ: ৮ জানুয়ারি ২০২৫
  • অবস্থান: বুড়িশ্বর পালা পুকুর পাড় এলাকা, নাসিরনগর
  • মায়ের আশ্রয়স্থল: পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামে                                                                                                                                                                                                                                     (নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর প্রতিনিধি)