ঈশ্বরদীতে গার্মেন্টস কর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন
পাবনার ঈশ্বরদীতে গার্মেন্টস কর্মী মেহেদী হাসান নাঈম হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে আজ বেলা ১২টায় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের গোকুলনগর চক্ষু হাসপাতাল সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
ঈশ্বরদীতে গার্মেন্টস কর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন
পাবনার ঈশ্বরদীতে গার্মেন্টস কর্মী মেহেদী হাসান নাঈম হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নি*হতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে আজ বেলা ১২টায় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের গোকুলনগর চক্ষু হাসপাতাল সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
ঘটনার বিবরণ
গার্মেন্টস কর্মী মেহেদী হাসান নাঈম ঈশ্বরদী ইপিজেডের আই এইচ এম গার্মেন্টস এন্ড টেক্সটাইল কোম্পানী-তে কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। গত বুধবার কোম্পানির অ্যাডমিন হাবিবুর রহমান হাবিবের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরের শিকার হন নাঈম। শারীরিক অবস্থার অবনতি হলে নাঈমকে প্রথমে ইপিজেড হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে নাঈম মা*রা যান।
আইনি পদক্ষেপ ও প্রতিবাদ কর্মসূচি
নিহতের বাবা মাসুদুল হক মুক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামী হাবিবুর রহমান হাবিবকে ইতোমধ্যে পুলিশ আটক করেছে। তবে অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন।
আজকের মানববন্ধনে নিহতের মা চম্পা খাতুন ও স্ত্রী রিমি খাতুন দ্রুত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান। এলাকাবাসী দাবি করেন, যদি দ্রুত বিচার কার্যক্রম না হয়, তাহলে তাঁরা লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবেন।
বিক্ষুব্ধ জনতার কর্মসূচির কারণে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহতের পরিচিতি
মেহেদী হাসান নাঈম ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামের বাসিন্দা এবং মাসুদুল হক মুক্তারের ছেলে।
পাবনা ঈশ্বরদী প্রতিনিধি: মো. রাকিব বিশ্বাস