জগন্নাথপুরে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জগন্নাথপুরে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার আয়োজন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকা
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৬টি স্কুল এবং ২টি কলেজ অংশগ্রহণ করে। স্কুল পর্যায়ে প্রতিপাদ্য ছিল "জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ" এবং কলেজ পর্যায়ে প্রতিপাদ্য ছিল "মাদক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ"।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
- এরালিয়া উচ্চ বিদ্যালয়
- শ্রীরামশ্রী হাই ইস্কুল এন্ড কলেজ
সভাপতি ও অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরকত উল্লাহ। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, শিক্ষকরা এবং শিক্ষার্থীরা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। ইউএনও বরকত উল্লাহ তার বক্তব্যে বলেন, "এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং বিশ্লেষণমূলক চিন্তাধারায় উদ্বুদ্ধ করে।"
উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
উপস্থিত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। শিক্ষকদের মতে, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে যুক্তি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতার বিকাশ ঘটায়।
মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি