কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী  ছাত্র জনতার আন্দোলনে মামলায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী  ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী  ছাত্র জনতার আন্দোলনে মামলায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী  ছাত্র জনতার আন্দোলনে মামলায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার 


কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী  ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেফতার রাশেদুল ইসলাম দিদার(২৫), কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বিন্নগাঁও এলাকার আনোয়ারুল হক মঞ্জুর ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক।
মঙ্গলবার, ২৬ নভেম্বর দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শোলাকিয়া নীলগঞ্জ রোডস্থ ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে তাকেগ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের  বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারীপুলিশ সুপার) মো. নাজমুল ইসলাম।
তিনি আরো জানান, গত ৪ অগাস্ট বেলা অনুমান সাড়ে  ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুতর আহত  হয়।
ওই হামলার ঘটনায় মো. সুজন মিয়া বাদি হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানার একটি মামলা দায়ের করেন। গ্রেফতার আসামি ওই মামলার  এজহারভূক্ত আসামি।  মামলা রুজুর পর র‌্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম দিদারকে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন