গণমাধ্যমের সঙ্গে ফান্দাউক দরবার শরীফের সাহেবজাদার মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ-এর বিভিন্ন দ্বীনি কার্যক্রম এবং আসন্ন দুই দিনব্যাপী (১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২৫) "ফান্দাউকের সভা" উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে ফান্দাউক দরবার শরীফের সাহেবজাদার মতবিনিময়

গণমাধ্যমের সঙ্গে ফান্দাউক দরবার শরীফের সাহেবজাদার মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ-এর বিভিন্ন দ্বীনি কার্যক্রম এবং আসন্ন দুই দিনব্যাপী (১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২৫) "ফান্দাউকের সভা" উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

মতবিনিময় সভার মূল আলোচ্য বিষয়

হযরত শাহ সূফী আলহাজ্ব সৈয়দ আব্দুস সাত্তার (রহঃ)পীরে কামেল হযরত শাহ সূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাছুম) আল ক্বাদরী নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) দ্বয়ের ইছালে ছওয়াব উপলক্ষে ফান্দাউকের সভা আয়োজন
সর্বশেষ প্রস্তুতি ও সার্বিক দিকনির্দেশনা
সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে সভায় অংশগ্রহণের আহ্বান

 মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

ফান্দাউক দরবার শরীফের মুখপাত্র ও দ্বিতীয় সাহেবজাদা:
 সৈয়দ মাঈনুদ্দিন আহামাদ আল-হোসাইনী

ফান্দাউক দরবার শরীফের অন্যান্য প্রতিনিধিরা:
 পীরজাদা সৈয়দ আবু বক্কর সিদ্দিকী আল-হোসাইনী
 পীরজাদা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী
 ফান্দাউক উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর ভূঁইয়া
 সৈয়দ সাঈফুদ্দিন আহামাদ শিবলী

 উপস্থিত সাংবাদিকবৃন্দ

???? মো. আজিজুর রহমান চৌধুরী (দৈনিক মানবজমিন)
???? অধ্যাপক আমিনুল ইসলাম (দৈনিক সংগ্রাম)
???? আক্তার হোসেন ভূঁইয়া (দৈনিক ইত্তেফাক)
???? মোজাম্মেল হক মাছুমী (দৈনিক ইনকিলাব)
???? মনির হোসাইন (দৈনিক যুগান্তর)
???? আবদুল্লাহ আল মাহমুদ (দৈনিক কালবেলা)
???? আরিফুল ইসলাম (দৈনিক আমার সংবাদ)
???? বরুন কান্তি সরকার (দৈনিক আজকের পত্রিকা)
???? শামীম আল মামুন (দৈনিক মানবকণ্ঠ)
???? আহমেদ হোসেন চৌধুরী (দৈনিক রূপালী বাংলাদেশ)
???? মো. পারভেজ (দৈনিক খোলা কাগজ)
???? নিহারেন্দু চক্রবর্তী (দৈনিক বাংলাদেশের আলো)

 সাহেবজাদার বক্তব্য:

ফান্দাউক দরবার শরীফের মুখপাত্র সৈয়দ মাঈনুদ্দিন আহামাদ আল-হোসাইনী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন—

“ফান্দাউকের সভা সফল করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এই সভা শুধু ফান্দাউকের নয়, এটি আপনাদের সকলের সভা। দেশবাসীর প্রতি আমন্ত্রণ রইল।”

তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে "ফান্দাউকের সভা" উপলক্ষে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া