গত কাল কবি-কলামিস্ট সাংবাদিক এস এম আকাশ এর দাদী আম্মার ২৬ তম মৃত্যুবার্ষিকী ছিল
পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, গীতিকার, পরিবেশ ও মানবাধিকার কর্মী, গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর বড় দাদী আম্মা বেগম আহিরন নেছা এর ছাব্বিশতম মৃত্যুবার্ষিকী।
গতকাল কবি-কলামিস্ট সাংবাদিক এস এম আকাশ এর দাদী আম্মার ২৬ তম মৃত্যুবার্ষিকী ছিল
পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, গীতিকার, পরিবেশ ও মানবাধিকার কর্মী, গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর বড় দাদী আম্মা বেগম আহিরন নেছা
এর ছাব্বিশতম মৃত্যুবার্ষিকী। বেগম আহিরন নেছা ১৯৯৮ সালের ২৯ নভেম্বর প্রায় একশত বছর বয়সে ইন্তেকাল করেন। বেগম আহিরন নেছা পাবনা জেলার বরেণ্য চিকিৎসক প্রয়াত ডাঃ আহাম্মদ আলী সরদারের প্রথম স্ত্রী। বেগম আহিরন নেছা চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের প্রয়াত আমির প্রামানিক এর কন্যা ছিলেন। তিনি ব্যক্তি জীবনে একুশ সন্তানের গর্ভধারিণী মাতা ছিলেন।
ডাঃ আহাম্মদ আলী সরদারের দ্বিতীয় স্ত্রী প্রয়াত বেগম খোদেজা আহম্মদ ব্যক্তি জীবনে সাত সন্তানের গর্ভধারিণী মাতা ছিলেন।
বেগম আহিরন নেছার গর্ভজাত সন্তান নাতি-পূতিরা বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।
পাবনা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পেশকার আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন SKF ফার্মাসিউটিক্যালসের
অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট সাংবাদিক-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, গ্রিন পিস বাংলা, পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস মনিরুজ্জামান (আকাশ) বেগম আহিরন নেছার অন্যতম নাতি সন্তান।
গতকাল বেগম আহিরন নেছার ছাব্বিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জুমা মসজিদে দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম ডাঃ আহাম্মদ আলী সরদার,মরহুমা বেগম আহিরন নেছা, বেগম খোদেজা আহম্মদসহ সকল আত্মীয় স্বজন সকল মুমিনীন-মুমেনাত,মুসলিমীন-মুসলেমাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া চেয়েছেন প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ।
(পাবনা জেলা প্রতিনিধিঃ এস এম মনিরুজ্জামান আকাশ)