চাটমোহর পাবনায় আন্ত:জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পাবনা-এর অধিনে বৃত্তি পরীক্ষা-২০২৪ শুরু
পাবনা জেলার চাটমোহর উপজেলা সদরে পাবনা আন্ত:জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধিনে বৃত্তি পরীক্ষা-২০২৪ গতকাল শুক্রবার(২৯ নভেম্বর ২০২৪) শুরু হয়েছে।
চাটমোহর পাবনায় আন্ত:জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পাবনা-এর অধিনে
বৃত্তি পরীক্ষা-২০২৪ শুরু
পাবনা জেলার চাটমোহর উপজেলা সদরে পাবনা আন্ত:জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধিনে বৃত্তি পরীক্ষা-২০২৪ গতকাল শুক্রবার(২৯ নভেম্বর ২০২৪) শুরু হয়েছে। চাটমোহর উপজেলার মোট ৯টি কিন্ডারগার্টেনের সর্বমোট ২৭৫ জন শিক্ষার্থী (প্রথম-পঞ্চম শ্রেনী) এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে যে, অভিন্ন প্রশ্নপত্রে পৃথক দুইটি কেন্দ্র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র ওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা হলো বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১৩২ জন এবং চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১৪৩ জন অংশ গ্রহণ করেছে।
দুইদিন ব্যাপী অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় গতকাল শুক্রবার বাংলা এবং ইংরেজি বিষয়ে পরীক্ষা হয়েছে। আজ শনিবার গণিত এবং বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশন ভূক্ত ৯টি শিক্ষা প্রতিষ্ঠান হলো- চাইল্ড কেয়ার (চরসেন গ্রাম), হান্ডিয়াল আদর্শ প্রি-ক্যাডেট স্কুল, কে, এম, কিন্ডারগার্টেন (সমাজ), আশরাফ জিন্দানী কিন্ডারগার্টেন (সমাজ), নিউ ফলিয়েজ কিন্ডারগার্টেন (হরিপুর), মাতৃছায়া আদর্শ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল (বিলচলন), দিয়ারপাড়া কিন্ডারগার্টেন স্কুল (ফৈলজানা), খড়বাড়িয়া কিন্ডারগার্টেন এন্ড মথুরাপুর গালস্ স্কুল এবং বেলায়েত আলী পাবলিক স্কুল এন্ড কলেজ (মধ্য শালিখা)।
শুক্রবার সকালে বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাব হোসেন, খরবাড়িয়া কিন্ডারগার্টেন এন্ড মথুরাপুর গালস্ স্কুলের সভাপতি প্রভাষক মোঃ আমজাদ হোসেন বাবুল সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
(চাটমোহর উপজেলা (পাবনা) প্রতিনিধিঃএস এম মনিরুজ্জামান আকাশ)