জগন্নাথপুরে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ শন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালন উপলক্ষে সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ,
জগন্নাথপুরে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ শন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালন উপলক্ষে সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ,
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, মুক্তিযুদ্ধা কমান্ডার হাজী আছলম উল্লা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ের ধীরেন্দ্র সুত্রধরসহ অনেকেই।
জোহরের নামাজ শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাতের জন্য জগন্নাথপুর মডেল মসজিদে মোনাজাত করা হয়।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালী জাতিকে মেধাশুন্য করার জন্য ষড়যন্ত্র করে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। এদেশীয় দালালদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী দেশের প্রতিথযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মী সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। তিনি শহীদ বুদ্ধিজীবী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
এ-সময় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জগন্নাথপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
সবশেষে সন্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়।
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি