জাফরাবাদে বার্ষিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাফরাবাদ আদর্শ নূরানী হাফিজিয়া মাদ্রাসা, এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে ২য় বার্ষিক ইসলামি সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
জাফরাবাদে বার্ষিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাফরাবাদ আদর্শ নূরানী হাফিজিয়া মাদ্রাসা, এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে ২য় বার্ষিক ইসলামি সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সময় ও স্থান
৩ জানুয়ারি শুক্রবার বাদ আসর থেকে মাদ্রাসা প্রাঙ্গণের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন: হযরত মাওলানা আতহার আলী সাহেব।
সঞ্চালনায় ছিলেন: শিক্ষক হাফেজ আবু ইউসুফ সোহাগ।
সম্মেলনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
- বিশিষ্ট কলামিস্ট ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী:
হযরত মাওলানা যুবায়ের আহমাদ সাহেব (খতিব, বাইতুস শফিক জামে মসজিদ, গাজীপুর, ঢাকা)। - সয়খুল হাদিস ও খতিব:
হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেব (আল-জামিয়াতুল ইমদাদিয়া ও ঐতিহাসিক শহীদি মসজিদ, কিশোরগঞ্জ)। - মুহাদ্দিস:
হযরত মাওলানা শুয়াইব বিন আব্দুর রউফ সাহেব (আল-জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ)। - মুফতি ও খতিব:
হযরত মাওলানা আব্দুল্লাহ আল গালিব (কেন্দ্রীয় জামে মসজিদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর)।
সম্মেলনের বিশেষ আকর্ষণ
ওয়াজ মাহফিল পরিচালনা করেন ক্বারী তানভির আহমেদ সাহেব। বক্তারা ইসলামের সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও সমাজে ইসলামের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি