পাবনার চাটমোহরে ফৈলজানা ইউনিয়নের উন্নয়নে TR  প্রকল্পে ৮টি, কাবিটায় ৪ টি প্রকল্প অনুমোদন

পাবনা জেলার চাটমোহর উপজেলার নয় নং ফৈলজানা ইউনিয়নের আট নং ওয়ার্ডের অন্তর্গত শরৎগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের(সীমানা প্রাচীর)উন্নয়ন (বাজেট তিন লক্ষ টাকা), চার নং ওয়ার্ডের কুয়াবাসী দ্বি-মুখী দাখিল মাদ্রাসা উন্নয়ন(বাজেট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) প্রকল্প TR কর্মসূচীতে বরাদ্দকৃত প্রকল্প গ্রহন করা হয়েছে।

পাবনার চাটমোহরে ফৈলজানা ইউনিয়নের উন্নয়নে TR  প্রকল্পে ৮টি, কাবিটায় ৪ টি প্রকল্প অনুমোদন

পাবনার চাটমোহরে ফৈলজানা ইউনিয়নের উন্নয়নে TR  প্রকল্পে ৮টি, কাবিটায় ৪ টি প্রকল্প অনুমোদনঃ 
অতি শীঘ্রই প্রকল্প সমূহের কাজ শুরু

পাবনা জেলার চাটমোহর উপজেলার নয় নং ফৈলজানা ইউনিয়নের আট নং ওয়ার্ডের অন্তর্গত শরৎগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের(সীমানা প্রাচীর)উন্নয়ন (বাজেট তিন লক্ষ টাকা), চার নং ওয়ার্ডের কুয়াবাসী দ্বি-মুখী দাখিল মাদ্রাসা উন্নয়ন(বাজেট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) প্রকল্প TR কর্মসূচীতে বরাদ্দকৃত প্রকল্প গ্রহন করা হয়েছে।

কাবিটা কর্মসূচীতে নয় নং ওয়ার্ডের দুবলাপাড়া জহির সরকারের বাড়ী হইতে প্রাইমারী স্কুল অভিমুখে রাস্তা সংস্কার ও এইচবিবি করণ(বাজেট তিন লক্ষ টাকা)।
ছোট দুবলাপাড়া চতু প্রাং এর বাড়ী হতে মরহুম ইব্রাহিম হাজীর বাড়ী অভিমুখে রাস্তা এইচবিবি করণ(বাজেট তিন লক্ষ টাকা)। 
এছাড়াও আরো কাবিটা কর্মসূচীতে গৃহীত প্রকল্পগুলো হলো
আট নং ওয়ার্ডের ঝবঝবিয়া লহাই প্রাং এর বাড়ী সংলগ্নএইচবিবি করণ রাস্তা হতে ছকির মাস্টারের বাড়ী অভিমুখে রাস্তা সংস্কার ও এইচবিবি করণ(বাজেট ৮,৩৮,১৩৭টাকা) 
তিন নং ওয়ার্ডের ফৈলজানা পাকা রাস্তা সংলগ্ন ছফেত মন্ডল এর জমি হইতে আলহামদু শেখের বাড়ী অভিমুখে রাস্তা এইচবিবি করণ( বাজেট পাঁচ লক্ষ টাকা)। 

TR কর্মসূচীতে অপর গৃহীত প্রকল্পগুলো দুই নং ওয়ার্ডের নেংড়ী ছোবাহানের বাড়ী সংলগ্ন পাকা রাস্তা হইতে নুরুলের বাড়ী অভিমুখে রাস্তা এইচবিবি করণ (বাজেট দুই লক্ষ টাকা)।
তিন নং ওয়ার্ডের ফৈলজানা পাকা রাস্তা সংলগ্ন ছাত্তারের বাড়ী হইতে জয়নালের বাড়ী অভিমুখে রাস্তা এইচবিবি করণ(বাজেট দুই লক্ষ টাকা)। 
চার নং ওয়ার্ডের কুয়াবাসী পাকা রাস্তা সংলগ্ন হাসান এর বাড়ীর সামনে হইতে  কুয়াবাসী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার অভিমুখে রাস্তা এইচবিবি করণ(বাজেট ১,৯৩,৭৭১ টাকা)।

সাত নং ওয়ার্ডের জগন্নাথপুর পাকা রাস্তা সংলগ্ন সিরাজ খাঁর বাড়ী হইতে আফেরের বাড়ী অভিমুখে রাস্তা এইচবিবি করণ(বাজেট দুই লক্ষ টাকা)। 

আট নং ওয়ার্ডের লক্ষীপুর সামাদের বাড়ী সংলগ্ন এইচবিবি করণ রাস্তা টুকুর বাড়ী অভিমুখে রাস্তা এইচবিবি করণ (বাজেট দুই লক্ষ টাকা) 

নয় নং ওয়ার্ডের ইদিলপুর বাজার হতে আয়ুব এর বাড়ী হইতে হালিমের বাড়ী অভিমুখে রাস্তা করণ (বাজেট দুই লক্ষ টাকা) 
উপরোল্লেখিত প্রকল্প গুলোতে ইউনিয়ন পরিষদের রিজার্ভ ২০%। বাদ বাকি অর্থ ২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিটা) কর্মসূচীর আওতায় উপজেলা ভিত্তিক ১ম ও ২য় পর্যায়ের বরাদ্দকৃত নগদ অর্থ
এবং 
২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন(TR)কর্মসূচীর আওতায় উপজেলা ভিত্তিক ১ম ও ২য় পর্যায়ের বরাদ্দ কৃত নগদ অর্থ। 

চাটমোহর উপজেলানির্বাহী অফিসারের  অফিসিয়াল (ভেরিফাইড ফেসবুক) আইডিতে প্রকল্প গ্রহন সংশ্লিষ্ট তথ্য  প্রকাশ করে ফেসবুক পোস্ট মাধ্যমে জানিয়ে দেন যে চাটমোহর উপজেলার  ফৈলজানা ইউনিয়নের অধীনে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রকল্প অনুমোদন করা হয়েেছে।

জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে অবকাঠামো রক্ষণা- বেক্ষণে(TR) কর্মসূচীর আওতায় চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচীর  ১ম-২য় পর্যায়ের বরাদ্দকৃত নগদ অর্থের বিপরীতে গৃহীত প্রকল্পের মধ্যে রয়েছে,মাদ্রাসা,পুলিশ তদন্ত কেন্দ্র, সামাজিক উন্নয়নে রাস্তা এইচবিবি করণ, রাস্তা করণ সহ  বিভিন্ন প্রকল্প।

চাটমোহর উপজেলায় বিভিন্ন ইউনিয়নসহ ফৈলজানা ইউনিয়ন এর ২০২৪-২৫ অর্থবছর TR , কাবিটা এবং কাবিখা কর্মসূচির আওতায় গৃহীত  প্রকল্প সমূহের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকল্পসমূহের কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আশা করা যায় যে,কোন প্রভাব ছাড়াই স্বচ্ছতার মাধ্যমে সিডিউলের যথাযথ শর্ত ও বিধি-বিধান মেনে যথাসময়ে প্রকল্প সমূহ বাস্তবায়িত হবে এবং চাটমোহর উপজেলাবাসী তথা ফৈলজানা ইউনিয়ন বাসীরাও এ প্রকল্প বাস্তবায়নে সুফল ভোগ করতে পারবেন।

(এস এম মনিরুজ্জামান আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি)