পাবনায় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহজাহান আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম শাহজাহান আলী মন্ডলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১লা মার্চ ২০২৫) বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

পাবনায় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহজাহান আলীর ষষ্ঠ মৃ*ত্যুবার্ষিকী পালিত
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম শাহজাহান আলী মন্ডলের ষষ্ঠ মৃ*ত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১লা মার্চ ২০২৫) বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত পরিচিতি
শাহজাহান আলী মন্ডল ছিলেন ফৈলজানা ইউনিয়ন পরিষদের সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যানদের একজন। রাজনীতির হাতেখড়ি নেন তার চাচা মরহুম রজব আলী রজাই মন্ডল ও বড় ভাই মরহুম শাহাদাত হোসেন মাস্টারের কাছ থেকে। পরবর্তীতে বর্ষীয়ান নেতা গ্রুপ ক্যাপ্টেন মরহুম সাইফুল আজম সুজার নেতৃত্বে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি ফৈলজানা ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই দলকে শক্তিশালী করে তোলেন। ১৯৯৮ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও আপন মামা শ্বশুর মরহুম আলহাজ্ব আজাদ হোসেনকে পরাজিত করে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন।
পরবর্তীতে তিনি ২০১১ সালে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ফৈলজানা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।
রাজনৈতিক দর্শন ও জনসেবা
- শাহজাহান আলী মন্ডল সাধারণ মানুষের নেতা ছিলেন।
- কোনো দলীয় পক্ষপাতিত্ব না করে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশতেন।
- কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে নিরলস পরিশ্রম করেছেন।
- ইউনিয়নের রাজনীতিতে সংঘাত নয়, ঐক্য স্থাপন করেছিলেন।
মৃ*ত্যু ও শেষকৃত্য
২০১৯ সালে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় এবং দীর্ঘদিন আইসিইউতে থাকার পর ১লা মার্চ ২০১৯ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই কন্যা, তিন পুত্র সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শোক ও স্মরণ
তার ভাগ্নে কবি-কলামিস্ট ও গবেষক প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন—
"মামা ছিলেন সাধারণ মানুষের নেতা, তিনি সকলের কাছে মিশুক ও সদালাপী হিসেবে পরিচিত ছিলেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।"
ফৈলজানা ইউনিয়নের জনগণ ও বিএনপি কর্মীরা তার অবদান চিরদিন মনে রাখবে।
পাবনা জেলা প্রতিনিধি