বগুড়ায় মেরিনা নদীবাংলা কমপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

মেরিনা নদীবাংলা কমপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদুর রহমান জাহিদ

বগুড়ায় মেরিনা নদীবাংলা কমপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়ায় মেরিনা নদীবাংলা কমপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

মেরিনা নদীবাংলা কমপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

প্রধান অতিথি ও অতিথিদের বক্তব্য

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি’র বগুড়া জেলা শাখার সভাপতি শফিকুর রহমান মুন্সি। তিনি নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে তার সমর্থনের কথা ব্যক্ত করেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। তিনি ব্যবসায়ীদের নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি’র বগুড়া জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোস্তাক আলী রেজা স্বপন। তিনি সংগঠনের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।

বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • ড. আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
  • মেহেদী হাসান, সত্ত্বাধিকারী, বগুড়া হাসান জুয়েলার্স।
  • মোঃ ফজলুর রহিম টিটু, সংগঠনের উপদেষ্টা।
  • জাকারিয়া হোসেন, সহ সভাপতি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি বগুড়া জেলা শাখা।
  • মতিয়ার রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ব্রিস্টল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীগণ এবং সংগঠনের সদস্যবৃন্দ।

সমাপ্তি

অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সদস্যরা তাদের পরিকল্পনা তুলে ধরেন এবং সংগঠনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। অতিথিরা সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরামর্শ দেন।

মোঃ কামরুজ্জামান সম্পদ