শতবর্ষের ঐতিহ্যবাহী ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি

গুড়ার আদমদীঘি উপজেলার সদরের ঐতিহ্যবাহী ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে মন্দিরের অফিস ঘরের তালা কেটে চোরচক্র প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। মন্দির কমিটির সভাপতি অলক কুমার মৈত্র জানান, চোরেরা অফিস ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে সোনার টিপ, কাঁসা-পিতলের পুজার বাসনপত্রসহ মূল্যবান সামগ্রী চুরি করেছে। ডহরপুর চোরাচন্ডি মন্দিরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এখানে প্রতি শনিবার ও মঙ্গলবার নিয়মিত পুজা-অর্চনার আয়োজন করা হয়।

শতবর্ষের ঐতিহ্যবাহী ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি

শতবর্ষের ঐতিহ্যবাহী ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি


বগুড়ার আদমদীঘি উপজেলার সদরের ঐতিহ্যবাহী ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে মন্দিরের অফিস ঘরের তালা কেটে চোরচক্র প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

মন্দির কমিটির সভাপতি অলক কুমার মৈত্র জানান, চোরেরা অফিস ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে সোনার টিপ, কাঁসা-পিতলের পুজার বাসনপত্রসহ মূল্যবান সামগ্রী চুরি করেছে। ডহরপুর চোরাচন্ডি মন্দিরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এখানে প্রতি শনিবার ও মঙ্গলবার নিয়মিত পুজা-অর্চনার আয়োজন করা হয়।

মন্দিরের ভক্ত ও ঐতিহ্য

ডহরপুর চোরাচন্ডি মায়ের কাছে ভক্তরা বিভিন্ন মানত পূরণের জন্য সোনার টিপ, শাড়ি-কাপড়, কলা-কদলী, পাঠা, কবুতরসহ হরেক রকম ভোগ নিবেদন করেন। ভক্তদের দানকৃত সামগ্রী মন্দিরে সংরক্ষণ করা হয়, যা পুজার কাজে ব্যবহৃত হয়।

চুরির বিবরণ

শনিবার সকাল ৯টায় মন্দিরের পুরোহিত ও কর্মকর্তারা এসে দেখেন, অফিস-ভান্ডার ঘরের তালা ভাঙা। আলমারি থেকে সোনার টিপ এবং পুজার অন্যান্য সামগ্রী চুরি গেছে। বিষয়টি আদমদীঘি থানাকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশের বক্তব্য

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, মন্দিরটিতে আগে থেকে কোনো পাহারাদার রাখা হয়নি, যা নিরাপত্তাহীনতার অন্যতম কারণ। তিনি মন্দির কমিটিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন। পুলিশ চোরচক্র শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে।

মন্দির কমিটির উদ্যোগ

মন্দির কমিটি চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছে এবং ভবিষ্যতে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করছে।

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ