শাহজালাল মেম্বার রাত্রিকালিন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

খেলাধুলায় বাড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল এই ছোলো গান সামানে রেখে, নাগেশ্বরী উপজেলা হাসনাবদ ইউনিয়ন কদমের তল যুব সমাজের উদ্যোগে আগামী ১৬ই ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে যাচ্ছে

শাহজালাল মেম্বার রাত্রিকালিন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

খেলাধুলায় বাড়ায় বল  
মাদক ছেড়ে মাঠে চল 
এই ছোলো গান সামানে রেখে, নাগেশ্বরী  উপজেলা হাসনাবদ ইউনিয়ন কদমের তল যুব সমাজের উদ্যোগে আগামী ১৬ই ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে যাচ্ছে 
শাহজালাল মেম্বার রাত্রিকালিন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয়  আসর,  টুর্নামেন্ট 
আয়োজক কমিটির সদস্যরা হলেন
মোঃ খাইরুল আলম মোঃ লুৎফর রহমান,মোঃ শাহ্ আলম মিয়া (তুলা),হাই ইসলাম,-মোঃ রুমান মোল্লা,মোঃ মাইদুল ইসলাম,মোঃ খোরশেদ আলম, মোঃ আল-মামুন আলম (আরজু), মোঃ বেলাল হোসেন,মোঃ আনারুল ইসলাম- মোঃ মিজানুর রহমান,মোঃ ফারুক আহমেদ, ,মোঃ ফরিদুল ইসলাম,মোঃ আশরাফুল ইসলাম (আপেল),মোঃ শামীম ইকবাল পাপ্পু,মোঃ মাহাবুর রহমান,মোঃ জাকির হোসেন,মোঃ সিরাজুল ইসলাম আপেল,মোঃ সাদ্দাম হোসেন,মোঃ আব্দুস-সাফি (নান্ন), (আঙ্গুর),মোঃ মিলন মাহমুদ,মোঃ আরিফুল ইসলাম,মোঃ মাসুদ রানা, ও 

হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলে সাধারণ সম্পাদক 
মোঃ  লাভলু মিয়া,  লাভলু  বলেন যুব আজ মোবাইল গেমিং, জুয়া,মাদকে দিন দিন ধংস হয়ে যাচ্ছে, এখন আর আগের মত খেলা ধুলা আয়োজন হচ্ছে না 
এর ধারাবাহিকতায় 
কদমতলা যুব সমাজ, এই রকম ব্যতিক্রমী  রাত্রিকালিন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট করতে যাচ্ছি আমরা  টুর্নামেন্ট এন্ট্রি ফি মাত্র ৪ হাজার টাকা নির্ধারণ করেছি সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর প্রথম  ম্যাচ দিয়ে শুরু হবে।  কমিটির অন্য সদস্যরা বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকালাপ থেকে বিরত রাখতে ভুমিকা রাখে এবং   মাদক থেকে দুরে রাখার পাশাপাশি সুস্থ বিনোদনের ব্যবস্থা হবে।

মোঃ জেলাল আহম্মদ রানা 
 নাগেশ্বরী উপজেলা  প্রতিনিধি