দুর্গাপুরে জমি জমার জেরে সংঘর্ষ , আহত ২

রাজশাহী দুর্গাপুর জয়নগর ইউনিয়নের চক জয়নগর গ্রামে জমি জমার পূর্ব শত্রুতার জের ধরিয়া ৫ জনকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

দুর্গাপুরে জমি জমার জেরে সংঘর্ষ , আহত ২

দুর্গাপুরে জমি জমার জেরে সংঘর্ষ , আহত ২ 

 রাজশাহী দুর্গাপুর জয়নগর ইউনিয়নের চক জয়নগর গ্রামে জমি জমার পূর্ব শত্রুতার জের ধরিয়া ৫ জনকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।


আহত ৫ জনের ২ জন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আঃ হালিম (৫২) তার শরীরের বিভিন্ন স্থানে কাল লিরা,ফুলা জখম দেখা যায় এবং দুই হাতে সেলাই আছে।শকির  উদ্দিনের মাথায় ৬ সেলাই আছে বলে জানা যায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে কাল শিরা ফুলা যখম দেখা যায়।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। ভুক্তভোগী হালিম সহ অন্যান্যরা জানান তাদের নিজ খতিয়ান ভুক্ত ১৮ কাঠা জমি ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি মোস্তফা, আওয়ামী লীগ নেতা রেন্টু, অমিত, জাহাঙ্গীর,জালাল, জাহিদ সহ বেশ কিছু সন্ত্রাসী তৎকালীন উপজেলা চেয়ারম্যান মজিদ সরদারের ইন্দনে উক্ত জমি জোর পূর্বক দখল করে নেয়।

উল্লেখ্য গত ৫ই আগষ্ট সরকার পতনের পর তারা তাদের দখল কৃত জমি, জমির মালিকে ফেরত দেয় । জমির প্রকৃত মালিক হালিম ও শকির আলু চাষের জন্য জমি প্রস্তুত করতে গেলে গত ২২.১১.২০২৪ ইং তারিখে সময় সকাল আনুমানিক ১০ টায় পুনরায় মোস্তফা,রেন্টু, হৃদয়/অমিত, জাহাঙ্গীর, জালাল, জাহিদ তাদের দল-বল নিয়ে ভুক্তভোগীদের উপর হামলা চালায়। সেই সময় তাদের হাতে নানা দেশিয় অস্ত্র সশস্ত্র ছিল। তাদের হামলার স্বীকার হন ভুক্তভোগীদের ৫ জন।

এই বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুরুল হোদা জানান, বিষয়টি আমি শুনেছি ভুক্তভোগী থানায় অভিযোগ করলে আমি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করো ।

মোঃ শাহিনুর রহমান আকাশ 
নিজস্ব প্রতিনিধি