সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সাংবাদিক হাফিজের পাশে সাংবাদিকবৃন্দ
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য এবং দৈনিক বাংলাদেশের খবর প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাফিজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার (২০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান পরিষদের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সাংবাদিক হাফিজের পাশে সাংবাদিকবৃন্দ
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য এবং দৈনিক বাংলাদেশের খবর প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাফিজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার (২০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান পরিষদের নেতৃবৃন্দ।
পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতি
সাংবাদিক হাফিজকে দেখতে আসেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আনিসুর রহমান (জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি), সেক্রেটারি শাহ জাহান আলী মিটন (জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি), প্রচার সম্পাদক মোহাম্মদ আলী মুন্সি, আইন বিষয়ক সম্পাদক মামুন হোসেনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
হাসপাতালের অবস্থা ও চিকিৎসা তথ্য
১৮ জানুয়ারি শনিবার সকালে সাংবাদিক হাফিজ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তী পরীক্ষায় শারীরিক জটিলতা ধরা পড়ে, যার ফলে ১৯ জানুয়ারি রোববার তাঁর অপারেশন করা হয়।
অপারেশনের পর আট ঘণ্টা অচেতন থাকার পর তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। বর্তমানে তিনি সুস্থতা অনুভব করছেন বলে জানান।
সাংবাদিক হাফিজের বার্তা
অসুস্থ সাংবাদিক হাফিজ উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সকলের কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
প্রতিবেদন: মোঃ দেলোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি