সাতক্ষীরার আগরদাঁড়ি ইউনিয়নে ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাঁড়ি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে আন্তঃইউনিয়ন ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় বাবুলিয়া হাই স্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৯নং ওয়ার্ড (বালিয়াডাঙ্গা, বাবুলিয়া) দল ৪নং ওয়ার্ড (চুপড়িয়া) দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে
সাতক্ষীরার আগরদাঁড়ি ইউনিয়নে ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাঁড়ি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে আন্তঃইউনিয়ন ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় বাবুলিয়া হাই স্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৯নং ওয়ার্ড (বালিয়াডাঙ্গা, বাবুলিয়া) দল ৪নং ওয়ার্ড (চুপড়িয়া) দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার আয়োজন
টুর্নামেন্টের ফাইনাল খেলায় উত্তেজনা ছিল তুঙ্গে। আগরদাঁড়ি ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাওলানা নূরুল আমিনের সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন
- উপজেলা কর্মপরিষদ সদস্য আনিছুর রহমান ও ইদ্রিস আলম
- সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মোঃ আল মামুন
- ইউনিয়ন আমীর মাওলানা শেখ মনিরুজ্জামান
- ইউনিয়ন যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম
- আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন
খেলায় ফলাফল
আগরদাঁড়ি ইউনিয়ন যুব বিভাগের ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পির পরিচালনায় চূড়ান্ত খেলায় ৯নং ওয়ার্ড (বালিয়াডাঙ্গা, বাবুলিয়া) ৪নং ওয়ার্ড (চুপড়িয়া) দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
দর্শকদের উচ্ছ্বাস
ফাইনাল খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক সমবেত হন। বিজয়ী দলের খেলোয়াড়রা আনন্দে ভাসেন, আর রানার্সআপ দলের খেলোয়াড়রা পরবর্তী টুর্নামেন্টে ভালো করার অঙ্গীকার করেন।
সারসংক্ষেপ
সাতক্ষীরার আগরদাঁড়ি ইউনিয়নে আয়োজিত এই নকআউট টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়েছে। আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয়ভাবে বেশ প্রশংসিত হয়েছে।
মো: দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার