সাতক্ষীরার বৈকারি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা সদর উপজেলার ৩নং বৈকারি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বৈকারি বাজারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. ইউনুস আলী বুলু এবং সঞ্চালনা করেন তজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী।
সাতক্ষীরার বৈকারি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা সদর উপজেলার ৩নং বৈকারি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বৈকারি বাজারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. ইউনুস আলী বুলু এবং সঞ্চালনা করেন তজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী।
প্রধান বক্তার বক্তব্য
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছেন। বৈকারি ইউনিয়নের বিএনপি কর্মীরা এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। বাজারে গেলেও পুলিশ তাদের হয়রানি করেছে। তবে বর্তমান সময়কে তারা স্বাধীনতার সুযোগ হিসেবে উল্লেখ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি জানান।
বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপির জয় কেউ ঠেকাতে পারবে না। দেশের উন্নয়নের স্বার্থে দলীয় সরকারের কোনো বিকল্প নেই বলে মত দেন তারা।
উপস্থিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ
সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বৈকারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, বিএনপি নেতা লুৎফর রহমান, রফিকুল ইসলাম, গোলাম সরোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিশেষ উল্লেখ
বক্তারা বৈকারি ইউনিয়নের বিএনপি কর্মীদের উজ্জীবিত করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
মো: দেলোয়ার হোসেন, সাতক্ষীরা