আশাশুনিতে জামায়াতের পৃথক ২টি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ও শোভনালী ইউনিয়নে জামায়াতের উদ্যোগে পৃথক ২টি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

আশাশুনিতে জামায়াতের পৃথক ২টি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

আশাশুনিতে জামায়াতের পৃথক ২টি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ও শোভনালী ইউনিয়নে জামায়াতের উদ্যোগে পৃথক ২টি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

বুধহাটা ইউনিয়নের বৈঠক

বুধহাটা ইউনিয়নে অনুষ্ঠিত বৈঠকের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস। ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন:

  • ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন
  • হাফেজ তরিকুল ইসলাম
  • ইউনিয়নের ওয়ার্ড দায়িত্বশীলগণ

শোভনালী ইউনিয়নের বৈঠক

একই সময়ে শোভনালী ইউনিয়নে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আলহাজ্ব দেছের আলী।
এ বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার।
বিশেষ অতিথি ছিলেন:

  • উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম

বৈঠকের আলোচ্য বিষয়

বৈঠকে দলীয় দায়িত্বশীলদের কার্যক্রম উন্নতকরণ, সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করা এবং সমাজের কল্যাণে জামায়াতের ভূমিকা আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

আকাশ হোসেন, আশাশুনি প্রতিনিধি