জয়পুরহাটে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষক দলের মানববন্ধন
জয়পুরহাটে ১৯টি হিমাগারের আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা কৃষক দল।

জয়পুরহাটে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষক দলের মানববন্ধন
জয়পুরহাটে ১৯টি হিমাগারের আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা কৃষক দল।
তারিখ: ৯ ফেব্রুয়ারি, রোববার
সময়: বেলা সাড়ে ১১টা
স্থান: শহরের পাঁচুর মোড়, জিরো পয়েন্ট
মানববন্ধনে বক্তারা যা বলেন
বক্তারা হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানান। তারা বলেন,
আলুর দাম কম থাকার পরও হিমাগারের ভাড়া বৃদ্ধির ফলে কৃষকরা সংকটে পড়েছেন।
প্রান্তিক কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন, যা পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।এ বছর আলু উৎপাদনের খরচ কয়েকগুণ বেড়েছে – বীজ, সার, কীটনাশকের দাম বেশি হওয়ায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে।
হিমাগারের অতিরিক্ত ভাড়া কৃষকদের জন্য নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ
বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান
জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক
সদস্য সচিব মনজুরুল মওলা পলাশ
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস মতিন
কৃষকদের দাবি
✔️ হিমাগারের অতিরিক্ত ভাড়া বাতিল করতে হবে।
✔️ আগের সংরক্ষণ খরচ বহাল রাখতে হবে।
✔️ অন্যথায় আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।
মোঃ আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি