জয়পুরহাট জামায়াতের নিবন্ধন ফেরত এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জয়পুরহাটে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।

জয়পুরহাট জামায়াতের নিবন্ধন ফেরত এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট জামায়াতের নিবন্ধন ফেরত এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জয়পুরহাটে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এস এম রাশেদুল আলম সবুজ, সদর উপজেলা আমীর ইমরান হোসেন ও শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, অন্তর্বতী সরকারের দায়িত্ব গ্রহণের আজ ৬ মাস ১০ দিন অতিবাহিত হচ্ছে। বর্তমান সরকারের আমলে এই প্রথম জামায়াতে ইসলামী রাজপথে নামতে বাধ্য হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে রেহাই পাবে। যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামিসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। মিথ্যা মামলায় তার মুক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত ও হতবাক। তাই অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বতীকালীন সরকারের কাছে দাবি জানান তারা।

মোঃ আল আমিন 
জয়পুরহাট প্রতিনিধি