নাগেশ্বরীতে জুলাই-আগস্টে শহীদ ও আহতদের পরিবারের উপস্তিতিতে স্মরণ সভা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের উপস্তিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরীতে জুলাই-আগস্টে শহীদ ও আহতদের পরিবারের উপস্তিতিতে স্মরণ সভা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের উপস্তিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের হলরুমে (২৭ নভেম্বর) সকাল ১১টায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরনবী দুলাল,
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান মিয়া, সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শহিদুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি উমর ফারুক প্রভাষক গোলাম রসুল রাজা,
শহীদ গোলাম রব্বানীর পিতা সাইদুর রহমান, শহীদ রাশেদুল ইসলাম রাশেদের পিতা বাচ্চু মিয়া,
এছাড়াও বক্তব্য রাখেন,
নাগেশ্বরী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সুধি মহল। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানের শেষে শহিদ পরিবারের মাঝে চেক তুলে দেওয়া হয়
নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি