নাসিরনগরে শিক্ষার্থীদের বিকাশে ও ইংরেজীতে দক্ষ হতে অপ্রতিদ্বন্ধী প্রতিষ্ঠান "শফিক কোচিং সেন্টার"

শিক্ষার মূল উদ্দেশ্য বাস্তবায়ন ও শিক্ষার্থীর ইংরেজীতে দক্ষ করে গড়ে তোলা ও সৃজনশীলতা বিকাশে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের অন্যতম বিশ্বস্ত ও অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান "শফিক কোচিং সেন্টার" এ ষষ্ট থেকে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে।

নাসিরনগরে শিক্ষার্থীদের  বিকাশে ও  ইংরেজীতে দক্ষ হতে  অপ্রতিদ্বন্ধী প্রতিষ্ঠান "শফিক কোচিং সেন্টার"

নাসিরনগরে শিক্ষার্থীদের  বিকাশে ও  ইংরেজীতে দক্ষ হতে  অপ্রতিদ্বন্ধী প্রতিষ্ঠান "শফিক কোচিং সেন্টার" 

শিক্ষার মূল উদ্দেশ্য বাস্তবায়ন ও শিক্ষার্থীর ইংরেজীতে দক্ষ করে গড়ে তোলা ও  সৃজনশীলতা বিকাশে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের অন্যতম বিশ্বস্ত ও অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান "শফিক কোচিং সেন্টার" এ ষষ্ট থেকে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে।

সচেতন অভিভাবক মহলের কথা চিন্তা করে ও তাদের সন্তানের ভালো রেজাল্টের জন্য উপযোগী করে তৈরী করাই "শফিক কোচিং সেন্টার" এর মূল লক্ষ্য।প্রতিটি শিক্ষার্থীর ইংরেজীতে দক্ষতা বৃদ্ধির  পাশাপাশি   নিজস্ব আদর্শ ও সংস্কৃতি বজায় রেখে সু নাগরিক হিসেবে প্রত্যেক ছাত্রকে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে "শফিক কোচিং সেন্টার"এর সত্ত্বাধিকারি শফিকুল ইসলাম তালুকদার।
এ ব্যাপারে শফিকুল ইসলাম তালুকদার জানান,

তার প্রতিষ্ঠানে অভিজ্ঞ টিচার দ্বারা ইংরেজি ১ম পত্র/২য় পত্র অত্যন্ত সহজ সরল ভাষায় পড়ানো হয়,ইংরেজি ১ম পত্র প্রত্যেকটি ওয়ার্ড ভেঙ্গে ভেঙ্গে অর্থ সহ অত্যন্ত সহজ সরল ভাবে পড়ানো হয়, ইংরেজি ২য় পত্র গ্রামারের বিস্তারিত আলোচনা করে অত্যন্ত সহজ সরল ভাবে পড়ানো হয়, ইংরেজি ১ম/২য় পত্রের সীট বিস্তারিত ভাবে আলোচনা করে দেওয়া হয়,৬মাসের ভিতরে ইংরেজি ১ম/২য় পত্র সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে দেওয়া হয়, ৬মাসের ভিতরে সম্পূর্ন কোর্স শেষ করে নিশ্চিত ভাবে (A+) প্লাস পাওয়ার যোগ্যতা সম্পূর্ন করে দেওয়া হয়,ইংরেজির সাথে বিজ্ঞান ও ভূগোল সহ মানবিক শাখার সকল বিষয় বিনামূল্যে পড়ানো হয়,গরীব মেধাবী ছাত্রদের বিনামূল্যে পড়ানো হয়,মধ্যবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রতি মাসে ৩০০ টাকা করে নেওয়া হবে।

শফিক আরো জানান এটি একটি অভিনব এবং অদ্বিতীয় কোচিং সেন্টার। যেখানে সব বিষয় অত্যন্ত সহজ সরল ভাষা অভিজ্ঞ টিচার দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় এবং শিক্ষকের পড়া যাচাই করার জন্য এক সপ্তাহ বিনামূল্যে পড়ানো হবে।

শফিক আরো জানান তার  কোচিং সেন্টারের লক্ষ্য  ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ব্যবসা নয়, মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদেরকে সেবা প্রদান করা।

ভর্তি হতে ইচ্ছুক ষষ্ট থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের  সম্মানীত  অভিভাবকগণ ও শিক্ষার্থী নিজেরাও  সরাসরি মোঃ শফিকুল ইসলাম তালুকদার এর সাথে মোবাইল: ০১৭২৬-২৮৫৪০২ নম্বরে অথবা নাসিরনগর পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে "শফিক কোচিং সেন্টার " এ সরাসরি যোগাযোগ করতে পারেন।

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া