আশাশুনিতে ঘেরের বাসা ও নেট পাটা ভাঙচুরের অভিযোগ

সাতক্ষীরার আশাশুনিতে মৎস্য ঘেরের বাসা ও নেট পাটা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে সদর ইউনিয়নের কোদণ্ডা গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, আদালতপুর গ্রামের মৃত করিম শেখের পুত্র মো. নজির উদ্দিন শেখ (৬৯) বাদী হয়ে আদালতপুর, কোদণ্ডা ও দুর্গাপুর গ্রামের আটজনসহ আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আশাশুনিতে ঘেরের বাসা ও নেট পাটা ভাঙচুরের অভিযোগ

আশাশুনিতে ঘেরের বাসা ও নেট পাটা ভাঙচুরের অভিযোগ

সাতক্ষীরার আশাশুনিতে মৎস্য ঘেরের বাসা ও নেট পাটা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে সদর ইউনিয়নের কোদণ্ডা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, আদালতপুর গ্রামের মৃত করিম শেখের পুত্র মো. নজির উদ্দিন শেখ (৬৯) বাদী হয়ে আদালতপুর, কোদণ্ডা ও দুর্গাপুর গ্রামের আটজনসহ আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণ

বাদী জানান, তিনি কোদণ্ডা মৌজার ২৪৮ নং খতিয়ান ও ২৪৮৫ দাগের আনুমানিক ২৫ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করে আসছিলেন। গত ৩ জানুয়ারি ২০২৫ সকালে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে বাসা ও নেট পাটা ভাঙচুর করে এবং জাল টেনে লক্ষাধিক টাকার ক্ষতি করে।

এরপর বিবাদীরা সেখানে নতুন ঘর নির্মাণের চেষ্টা করলে বাদী বাধা দেন। এসময় বিবাদীরা বাদীকে মারধর করে গুরুতর আহত করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন।

প্রশাসনের পদক্ষেপ

অভিযোগ পেয়ে আশাশুনি থানার ডিউটিরত কর্মকর্তা এসআই নাহিদুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার পরপরই ইমার্জেন্সি ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উভয় পক্ষকে কাগজপত্রসহ সোমবার থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীর দাবি

বাদী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তিনি পুনরায় শান্তিপূর্ণভাবে মাছ চাষ করতে পারেন এবং ক্ষতিপূরণ পান।

আশাশুনি প্রতিনিধি