নিখোঁজের তিন দিন পর জগন্নাথপুরে নদীতে ভেসে উঠল বৃদ্ধের ম*রদেহ
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের তিন দিন পর সিরাজ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের ম*রদেহ নলজুর নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বাদাউড়া এলাকায় নদী থেকে মরদেহটি পাওয়া যায়।

নিখোঁজের তিন দিন পর জগন্নাথপুরে নদীতে ভেসে উঠল বৃদ্ধের ম*রদেহ
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের তিন দিন পর সিরাজ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের ম*রদেহ নলজুর নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বাদাউড়া এলাকায় নদী থেকে মরদেহটি পাওয়া যায়।
কীভাবে নিখোঁজ হলেন?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের বাসিন্দা সিরাজ মিয়া গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নলজুর নদীর বাদাউড়া এলাকায় বরই পারতে গিয়ে নিখোঁজ হন।
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে নদীর পারের বরই গাছের নিচে বৃদ্ধের জামা দেখতে পান, যা দেখে ধারণা করা হয় তিনি পানিতে পড়ে গেছেন। এরপর স্থানীয়দের সহায়তায় ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালান।
মরদেহ উদ্ধারের ঘটনা
সোমবার বিকেলে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি থানায় জানান। পরে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রশাসনের বক্তব্য
স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তিন দিন আগে বরই পারতে গিয়ে তিনি নিখোঁজ হন, গতকাল নদীতে লাশ ভেসে ওঠে।”
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি