কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
কিশোরগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬:৩০ মিনিটের দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃ*ত্যু
কিশোরগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ (৪৫) নামে এক ব্যক্তির মৃ*ত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬:৩০ মিনিটের দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এ মর্মান্তিক দু*র্ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহত আব্দুল মজিদ কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা।
কীভাবে দুর্ঘটনা ঘটল?
কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬:৩০ মিনিটের দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর এগারো সিন্দুর প্রভাতী ট্রেন ছেড়ে যায়। এ সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন আব্দুল মজিদ।
তিনি খেয়াল করেননি, ট্রেন দ্রুতগতিতে চলে আসছে। ফলে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রশাসনের বক্তব্য
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিটন মিয়া জানান,
✔️ খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
✔️ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।