বিজয় দিবসে নাসিরনগরে ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মসূচী পালিত
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বিজয় দিবসে নাসিরনগরে ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মসূচী পালিত
নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার(১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় নাসিরনগর খেলার মাঠের কোনা হতে শহীদ মিনার গিয়ে শুরু হয়ে নাসিরনগর কলেজ মোড় গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। নাসিরনগর উপজেলা ইসলামি ছাত্রশিবির এ শোভাযাত্রার আয়োজন করে।
এর আগে বিজয় দিবস উপলক্ষে নাসিরনগর খেলার মাঠের কোনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার আমির মো. ছায়েদ আলী, বিশেষ অতিথি ছিলেন জামায়েত ইসলামি নেতা আমিনুল ইসলাম, প্রভাষক সিরাজুল ইসলাম, সিলেট এমসি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন,“স্বাধীনতার মূল কথা ছিল ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করা। কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন ফ্যাসিবাদ এদেশের মানুষের মধ্যে এক বিভেদের দেয়াল চাপিয়ে দিয়ে এই জাতিকে খণ্ড বিখণ্ড করে দেয়া হয়েছে।”
ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ বিশ্বের বিভিন্ন আগ্রাসন এই জাতিকে নানা দিক থেকে ঘিরে রেখে অগ্রযাত্রায় বারবার থামিয়ে দিয়ে তারা এ জাতিকে পিছিয়ে ফেলেছে।
এ সময় মো.হামিম,তুফাজ্জল হক, মোসাব্বির, সিদ্রাতুল মুনতাহা, জুনাঈদ,সেলিম উদ্দিন,হাফেজ হাসান জামিল,বায়োজিদ আহমেদ সহ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা ,উপজেলা,ইউনিয়ন, কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সবশেষে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে মৌসাখ ও খোয়াই শিল্পী গোষ্ঠি।
নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া