বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবার সংসদ, জগন্নাথপুর উপজেলা মুক্তিযুদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৫ ডিসেম্বর রবিবার সন্ধায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সংসদ এর পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবার সংসদ, জগন্নাথপুর উপজেলা মুক্তিযুদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৫ ডিসেম্বর রবিবার সন্ধায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সংসদ এর পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবার সংসদ এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুমএর সভাপতিত্বে মুক্তিযুদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলর সভাপতি শাহ্ সিরাজ কুতুবীর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবার সংসদ এর সভাপতি শাহ কামাল, আরও বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার হাজী আব্দুল কাদির, ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলার সাথে বীর মুক্তিযুদ্ধের আত্মিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে উদ্যোগ গ্রহন করা হবে। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পারলে বর্তমান প্রজন্ম গৌরবান্বিত হবে। বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে প্রতিকুল পরিস্থিতি মোকাবিলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। লাল সবুজের পতাকার জন্য সেদিন নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। বক্তারা আরো বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সবশেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব এর রুহের মাগফেরাত ও পরিবারের সদস্যদের সাফল্য কামনা করে শিরনি বিতরণ করা হয়।
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি