শার্শার নিজামপুরে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের পরবর্তী বিএনপির কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে শনিবার (২৩ নভেম্বর, ২০২৪) বিকেল ৩টায় নিজামপুর প্রাইমারি স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শার্শার নিজামপুরে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

শার্শার নিজামপুরে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের পরবর্তী বিএনপির কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে শনিবার (২৩ নভেম্বর, ২০২৪) বিকেল ৩টায় নিজামপুর প্রাইমারি স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব ও অতিথি উপস্থিতি

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আব্দুস সালাম (নিজামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবুল হাসান জহির (সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, শার্শা উপজেলা বিএনপি এবং নাভারণ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • নুরুজ্জামান লিটন (সাবেক সহ-সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটি)
  • মো. আশরাফুল আলম বাবু (সদস্য, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি)
  • মো. আবু তাহের ভারত (সাধারণ সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি)
  • মোস্তাফিজ্জোহা সেলিম (আহ্বায়ক, যুবদল, শার্শা উপজেলা)
  • মো. শহিদুল ইসলাম শহীদ (যুগ্ম-আহ্বায়ক, যুবদল, শার্শা উপজেলা)
  • মো. সহিদ আলী (সাধারণ সম্পাদক, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫)

অনুষ্ঠানের সূচনা ও বক্তব্য

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে কর্মসূচি শুরু হয়।
বক্তারা সরকারের দুর্নীতি ও দমননীতির কঠোর সমালোচনা করেন। তারা বলেন, “১৫ বছরের আ.লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। ৫ আগস্ট, ২০২৪-এ হাসিনা সরকারের পতনের দিনটি দেশবাসীর কাছে স্বাধীনতা ফিরে পাওয়ার দিন হিসেবে চিহ্নিত হয়েছে।”

বক্তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার শার্শা অঞ্চলে ভূমি দখল, দুর্নীতি এবং বিএনপি কর্মীদের উপর জুলুম চালিয়েছে। বক্তারা জনগণের সমর্থনে আগামী নির্বাচনে এর সমুচিত জবাব দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সঞ্চালনা

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো. আব্দুর রউফ মন্টু (যুগ্ম আহ্বায়ক, নিজামপুর ইউনিয়ন বিএনপি)।

শার্শা উপজেলা প্রতিনিধি | মো. মাঝহারুল ইসলাম (শাওন)