করিমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের গোলাম মিয়ার ছেলে মোঃ তামিম (২৮) স্ত্রী রুপা আক্তার (২২)-এর কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুকের দাবি তুলেছেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তালাক দেওয়ার হুমকি দেন তিনি।
করিমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের গোলাম মিয়ার ছেলে মোঃ তামিম (২৮) স্ত্রী রুপা আক্তার (২২)-এর কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুকের দাবি তুলেছেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তালাক দেওয়ার হুমকি দেন তিনি।
ঘটনার বিবরণ
রুপা আক্তার জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে তিনি পিতার বাড়িতে বসবাস করছেন এবং সেখানেই তাদের সংসার চলছে। তাদের এক কন্যা সন্তান রয়েছে, যার বয়স মাত্র তিন মাস।
রুপা বলেন,
"আমাকে স্বামীর বাড়িতে নিয়ে যেতে হলে ৫ লাখ টাকা যৌতুক দিতে হবে। টাকা না দিলে তালাক দিয়ে দেবেন বলে হুমকি দিচ্ছেন। পাশাপাশি, মোবাইলে যোগাযোগ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমার কন্যা সন্তানসহ আমাকে ক্ষতি করার হুমকি দেন।"
এদিকে তামিমের বাড়িতে খোঁজ নিতে গেলে তাকে পাওয়া যায়নি। তার মা জানান,
"আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিছু বলতেও পারব না।"
পুলিশের অবস্থান
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান বলেন,
"আমরা এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সমস্যার গভীরতা
যৌতুকের মতো সামাজিক ব্যাধি নিয়ে এখনও দেশের বিভিন্ন স্থানে এমন নির্যাতন এবং হুমকির ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে, মেয়েদের পরিবারকে আর্থিক চাপে ফেলে মানসিকভাবে বিপর্যস্ত করার ঘটনা উদ্বেগজনক।