সাতক্ষীরায় প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস যথাযথভাবে পালিত
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ যথাযথভাবে পালিত হয়েছে। মহান এই দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলন। পরে সকাল ৯টায় অতিথিবৃন্দের অংশগ্রহণে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করে মোনাজাত এবং সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরায় প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস যথাযথভাবে পালিত
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ যথাযথভাবে পালিত হয়েছে। মহান এই দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলন। পরে সকাল ৯টায় অতিথিবৃন্দের অংশগ্রহণে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করে মোনাজাত এবং সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হক, জামায়াত নেতা সাবেক নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সাবেক সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কবর জিয়ারত ও কেদার মাঠের স্মৃতি স্তর্ম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এছাড়া বিকালে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রিয়াজুল ইসলাম আলম,,সাতক্ষীরা