জগন্নাথপুর সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুরে মহান বিজয় দিবস উদযাপন
জয়ের সুর্য মিশে আছে যেমন লাল সবুজের পতাকায়, তেমনি মিশে আছে আমাদের শোণিতে আমাদের সত্তায়, জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর-এ যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
জগন্নাথপুর সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুরে মহান বিজয় দিবস উদযাপন
জয়ের সুর্য মিশে আছে যেমন লাল সবুজের পতাকায়, তেমনি মিশে আছে আমাদের শোণিতে আমাদের সত্তায়, জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর-এ যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন এর পরিচানায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ঈশিতা দাস রাখি, প্রধান অতিথি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী দাস, বিশেষ অতিথি সহকারী সিনিয়র শিক্ষক মুহিবুর রহমান, সহকারী শিক্ষক সালেনুর ইসলাম প্রমুখ। সকাল ১০ টায় বিদ্যালয়ের একটি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় দিবস উপলক্ষে সরকারি- বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়েছে।
সভার সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্বির আহমদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধে শাহাদত বরনকারী শহীদ পরিবারের সকল সদস্য ২৫ মার্চ কাল রাতে হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারন করে যার যার অবস্থান থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তরুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌছে দিতে হবে। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র ছাত্রী বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শহীদ মুক্তিযোদ্ধাদের ও ৫ আগস্ট ২০২৪ আবু সাইদসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য , জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দিরে বিশেষ মুনাজাত ও প্রার্থনা করা হয়।
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি