অপরাধীদের টার্গেটে সাংবাদিক মনছুর: ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগ

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক মো. মনছুর আলম একাধিকবার অপরাধীদের টার্গেট হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, অপরাধীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা আইসিটি আইনের মামলা এবং সরাসরি হামলা চালানোর পরও সফল হতে না পেরে এখন তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

অপরাধীদের টার্গেটে সাংবাদিক মনছুর: ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগ

অপরাধীদের টার্গেটে সাংবাদিক মনছুর: ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগ

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক মো. মনছুর আলম একাধিকবার অপরাধীদের টার্গেট হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, অপরাধীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা আইসিটি আইনের মামলা এবং সরাসরি হামলা চালানোর পরও সফল হতে না পেরে এখন তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

সাংবাদিক মনছুরের অবস্থান

সাংবাদিক মনছুর আলম বাঁশখালী নিউজ, পরিকল্পিত বার্তা, এবং কক্সবাজার বুলেটিনসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি প্রায় একযুগ ধরে সাংবাদিকতায় সক্রিয় থেকে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন।

মনছুর আলম বলেন, “অপরাধীরা মিথ্যা মামলা দিয়ে আদালতে হেরে যাওয়ার পর, সরাসরি হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু ব্যর্থ হওয়ার পর তারা এখন আমাকে ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।”

ফেসবুক অ্যাকাউন্ট স্থগিতের অভিযোগ

তিনি জানান, গত ৬ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষ তাঁর অ্যাকাউন্ট ছয়বার স্থগিত করে। পাঁচবার পরিচয় যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্টটি পুনর্বহাল হলেও ষষ্ঠবার স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

ফেসবুকের "বিপদজনক ব্যক্তি ও সংস্থা" নীতিমালার আওতায় তাঁর অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যা তিনি সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে দাবি করেন। “আমাকে সন্ত্রাসীর সঙ্গে তুলনা করা হয়েছে, যা শুধু আমার পেশাগত সম্মানকেই ক্ষুণ্ণ করেনি বরং আমার জীবনের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

ষড়যন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ

মনছুর আলম অভিযোগ করেছেন যে, অপরাধীরা ভুয়া রিপোর্টের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের অ্যালগরিদম ভুয়া রিপোর্ট শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় এ ধরনের সমস্যার সৃষ্টি হয়।

মনছুর আলম বলেন, “আমার কোনো পোস্ট ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করেনি। বারবার অ্যাকাউন্ট স্থগিত হওয়া প্রমাণ করে যে এটি উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ফল।”

সতর্কবার্তা

তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, “১৪ ডিসেম্বর থেকে আমি ফেসবুকে অনুপস্থিত। এই সময় আমার নামে কোনো আইডি থেকে বিতর্কিত বা অনৈতিক কিছু পোস্ট করা হলে আমি এর দায় নেব না। এটি অপরাধীদের ষড়যন্ত্রের অংশ।”

আন্তর্জাতিক পদক্ষেপ

তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল, ইউরোপীয় ডেটা প্রোটেকশন কমিশনসহ আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি আশা করেন, ফেসবুক কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ নেবে এবং তাঁর অ্যাকাউন্ট পুনর্বহাল করবে।

ফেসবুক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

এ বিষয়ে এখনো ফেসবুক কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাংবাদিক মনছুরের বক্তব্য

“আমি সবসময় সত্যের পক্ষে কাজ করেছি এবং করব। অপরাধীদের এসব ষড়যন্ত্র আমাকে থামাতে পারবে না।”