মার্টেলো কাপ সিজন ৮ (ফুটসাল ফুটবল) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ
সাতক্ষীরার শ্যামনগরে আয়োজন করা হয় মার্টেলো কাপ সিজন ৮ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট, যা সফলতার সঙ্গে উদ্বোধন ও সম্পন্ন হয়েছে। উপকূলীয় গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি জি.এল. মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।
মার্টেলো কাপ সিজন ৮ (ফুটসাল ফুটবল) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ
সাতক্ষীরার শ্যামনগরে আয়োজন করা হয় মার্টেলো কাপ সিজন ৮ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট, যা সফলতার সঙ্গে উদ্বোধন ও সম্পন্ন হয়েছে। উপকূলীয় গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি জি.এল. মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।
উদ্বোধনী ম্যাচের ফলাফল
টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাস্টার ফুটবল একাদশ সখিপুর ১-৬ গোলের ব্যবধানে সূর্যোদয় ক্রীড়া চক্রকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয়।
অনুষ্ঠানের বিশেষ দিক
উক্ত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং "মার্টেলো কাপ" এর উপদেষ্টা জনাব জি.এম. ইমাম হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন মার্টেলো কাপের উপদেষ্টা মহোদয় এবং স্থায়ী ও বর্ধিত সদস্যরা।
আয়োজক ও ব্যবস্থাপনা
এইবারের টুর্নামেন্টের স্থানীয় আয়োজক ছিল সূর্যোদয় ক্রীড়া চক্র, এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সূর্যোদয় গ্রুপ।
শুভাকাঙ্ক্ষী ও পৃষ্ঠপোষকতা
আয়োজকরা বিশেষভাবে ধন্যবাদ জানান ফরহাদ কামারুন ফাউন্ডেশন, আনলিমিটেড ইঞ্জয়মেন্ট ওয়ার্ল্ড, রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এইচএম কমিউনিকেশন এবং ভাই ভাই ইলেকট্রিককে, যারা খেলাটি সুন্দর ও নিরাপদ করতে সার্বিক সহযোগিতা করেছে।
বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি
টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে উল্লেখযোগ্য আব্দুল মান্নান খোকা (সাবেক ইউপি সদস্য) প্রমুখ।
দর্শকদের অংশগ্রহণ
উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে হাজারো ফুটবলপ্রেমী ভিড় করেন মাঠে। আনন্দমুখর পরিবেশে খেলা উপভোগ করেন তারা।
আয়োজকদের বক্তব্য
উদ্বোধনী ম্যাচে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আয়োজক কর্তৃপক্ষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সবার সহযোগিতায় টুর্নামেন্ট সফল হওয়ায় ধন্যবাদ জানায়।
সারাংশ
গ্রামীণ অঞ্চলের খেলাধুলার ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং শরীর ও মন সুস্থ রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসনীয়। মার্টেলো কাপ সিজন ৮ এর সফল আয়োজন এই অঞ্চলে ফুটবলের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশেষ প্রতিনিধি: জামাল উদ্দিন, সাতক্ষীরা থেকে