আশাশুনিতে উপজেলা পর্যায়ে ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনার পরিকল্পনা শেয়ারিং সভা
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্থানীয় পর্যায়ে পরিচালিত টেকসই জল ও ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্ট প্ল্যান শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উত্তরণ এনজিওর উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
আশাশুনিতে উপজেলা পর্যায়ে ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনার পরিকল্পনা শেয়ারিং সভা
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্থানীয় পর্যায়ে পরিচালিত টেকসই জল ও ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্ট প্ল্যান শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উত্তরণ এনজিওর উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
উপস্থিতি ও আলোচনা
সভায় বক্তব্য রাখেন মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, সমবায় অফিসার সন্ন্যাসী কুমার মণ্ডল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, এবং শ্রীউলা ইউনিয়নের ইউপি সদস্য ইয়াসিন আলী।
সভায় শ্রীউলা ও প্রতাপনগরের তিনটি গ্রামে টেকসই বেড়িবাঁধ, রাস্তা, পানি ব্যবস্থাপনা ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সমন্বিত কার্যক্রম
উপস্থিত বক্তারা টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এনজিও, স্থানীয় প্রশাসন এবং জনগণের সমন্বয়ে কাজ করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।
সঞ্চালনা
সভাটি সঞ্চালনা করেন উত্তরণ এনজিওর টেকনিক্যাল অফিসার সিরাজুল ইসলাম।
এই সভা ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনায় স্থানীয় ও প্রশাসনিক পর্যায়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আকাশ হোসেন, আশাশুনি প্রতিনিধি