ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন’এর বৃত্তি পরীক্ষা শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ও বিকাল সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে বৃওি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত,

পাবনার ঈশ্বরদী কিন্ডার  গার্টেন এ্যাসোসিয়েশন’এর বৃত্তি পরীক্ষা শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ও বিকাল সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে বৃওি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষা ২০০২ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। ঈশ্বরদী উপজেলার ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭৮ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শন করেন ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন খাঁন, সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন, প্রেসকাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, এস এম রাজা, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপু, কার্যনির্বাহী সদস্য খোন্দকার মাহাবুবুল হক দুদু, থানার এচআই শরিফুজ্জামান ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসান।

সাংবাদিকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বিজয় টিভির ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, চ্যানেল এস এর পাবনা পশ্চিম প্রতিনিধি বায়েজিদ বোস্তামী, আনন্দ টিভির ঈশ্বরদীপ্রতিনিধি এম আর রাসেল হোসেন,এশিয়ান টিভির প্রতিনিধি মাহাফুজুর রহমান, দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি খালেদ মাহামুদ সুজন, সাংবাদিক গোপাল অধিকারী ও জিল্লুর রহমান জীবন প্রমূখ। 

আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন স্কুল পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান। পরীক্ষাটি সমন্বয় করেন ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।

এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে জানিয়ে বলেন, সরকারীভাবে প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা না থাকায় এবার এই বৃত্তি পরীক্ষাটি বেশ গুরুত্ব বহন করছে, সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শিক্ষার্থীদের মেধাবিকাশে এই পরীক্ষা যথেষ্ট ভূমিকা রাখবে, বৃহৎ পরিসরে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান তিনি।

পাবনা ঈশ্বরদী মোঃ রাকিব বিশ্বাস