করিমগঞ্জে সাদিয়ানিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মডেল মসজিদে ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার সকাল ৯টায় ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ ও সর্বস্তরের তৌহীদি জনতার অংশগ্রহণে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
করিমগঞ্জে সাদিয়ানিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মডেল মসজিদে ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার সকাল ৯টায় ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ ও সর্বস্তরের তৌহীদি জনতার অংশগ্রহণে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে করিমগঞ্জ ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা মোবারক হোসেন বুলবুল বলেন, "ভারতের কথিত মাওলানা সাদ সাহেবের অনুসারীরা (সাদপন্থী-এতায়াতী) ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে শত শত আলেম-উলামা, ছাত্র ও তাবলীগের সাধারণ সাথীদের মারাত্মকভাবে আহত করেছিল। ১৮ ডিসেম্বর ২০২৪-এ আবার টঙ্গীর ইজতেমার মাঠে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে।" তিনি এই ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি প্রদান এবং বাংলাদেশে সন্ত্রাসীদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
বক্তারা আরও যা বলেন
সমাবেশে বক্তব্য রাখেন করিমগঞ্জ ইমাম উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা নুরুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, গুজাদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মোহাম্মদ নূর ইসলাম, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুর রহমান, নিয়ামতপুর ইউনিয়নের সভাপতি মাওলানা শাহজালালসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সদস্যরা।
মিছিল ও স্মারকলিপি
মাওলানা মোবারক হোসেন বুলবুলের নেতৃত্বে মডেল মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি করিমগঞ্জ প্লেসক্লাবে এসে শেষ হয়। পরে একটি ৫ সদস্যের টিম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করে।
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন